ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচনঃ ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচনের জন্য Choice option পূরণ করতে হবে। বিএসসি ইন নার্সিং কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স অনুযায়ী ফরমে বাম পাশের লিস্টে কলেজ/ইনস্টিটিউটের নাম রয়েছে। বাম পাশের এই লিস্ট থেকে পছন্দের কলেজ/ইনস্টিটিউট হাইলাইট করে Add বাটন ক্লিক করলে সেটা ডান দিকের লিস্টে চলে যাবে। এভাবে এক এক করে নিজের পছন্দের কলেজগুলোকে ক্রমানুসারে ডান দিকের লিস্টে নিতে হবে। ডান পাশের এই লিস্ট-ই হবে প্রার্থীর পছন্দক্রম। বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-২, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-৩ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-৪ এ উল্লেখ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীর মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত হবে। (অধিক সংখ্যক প্রতিষ্ঠান পছন্দের ক্রমে রাখা সমীচীন এতে ভর্তির সুযোগ বেশি পাবে)