চাকরিতে যোগ দিলেন সিদ্দিকুর

চাকরিতে যোগ দিলেন পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ হারানো তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। আজ ২ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশের একমাত্র ঔষধ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইউডিসিএল) টেলিফোন অপারেটর হিসেবে যোগ দেন।

 

এর আগে ১৩ সেপ্টেম্বর সিদ্দিকুরের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।প্রাথমিকভাবে তিনি ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলনের সময় গত ২০ জুলাই পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পান সিদ্দিকুর রহমান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়।

চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা চোখ পরীক্ষা-নিরীক্ষা করে ভালো না হওয়ার কথা জানালে সিদ্দিকুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়।

চাকরির ব্যবস্থা করে দেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin