ইউএনও এর কাজ কি – ইউএনও-কে কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলা হয়

ইউএনও-কে কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলা হয়, কেন্দ্রীয় প্রশাসনে কেন এই নির্বাহী শব্দটি ব্যবহার না করে সিনিয়র সহকারী সচিব/কর্মকর্তা বলা হয়? নির্বাহী শব্দের ইংরেজি হলো Executive। নির্বাহী শব্দটি মূলত ব্যবহৃত হয় কয়েকটি উদ্দেশ্যে, যেমন: একটি ইউনিটের সর্বোচ্চ প্রধান কর্মকর্তাকে নির্বাহী বলা হয়। আবার যে সরকারি কর্মকর্তা প্রত্যক্ষভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকে তাকেও নির্বাহী বলা হয়। যেহেতু উপজেলা প্রশাসনে ইউএনও অপেক্ষায় প্রশাসন ক্যাডারের আর কোন সিনিয়র কর্মকর্তা নেই তাই তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলা হয়। ডিসেকেও জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলা হয়। কিন্তু ডিসি নামটার ঐতিহ্যের কারণে আইনে এই নামটাই চূড়ান্ত করা হয়েছে।

আবার যে প্রশাসনিক কাঠামোতে একাধিক কর্মকর্তা থাকে এবং তাদের মধ্যে সিনিয়র জুনিয়র কাঠামো তৈরি করা প্রয়োজন হয় সেখানে জুনিয়র একজন কর্মকর্তাকে নির্বাহী বলা যায় না, বরং বলতে হয় অফিসার (কর্মকর্তা), আর সরকারের কেন্দ্রীয় প্রশাসনে (বিশেষ করে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর) সচিব শব্দটি ব্যবহার করা হয়। তাই একই গ্রেড (৬ষ্ঠ) নিয়ে ইউএনওর সমমান কোন কর্মকর্তা যখন কেন্দ্রীয় প্রশাসনে পদায়ন পায় তখন তাকে সিনিয়র সহকারী সচিব বলা হয়।

বি:দ্র: প্রশাসনের বাইরে নির্বাহী শব্দটি জনগণের ভোটে নির্বাচিত ঐসকল প্রতিনিধিদের (এমপি কাম মন্ত্রী / টেকনোক্র্যাট মন্ত্রী) বলা হয় যারা কোন সরকারি দপ্তরের প্রধান হিসেবে কাজ করে। যেমন প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন ঐ মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর সচিব হলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সরকারী চাকরির প্রস্তুতি

থিসিস পেপার লেখার নিয়ম

থিসিস পেপার লেখার নিয়ম। রিসার্চ পেপার লেখার নিয়ম। থিসিস পেপার যেভাবে লিখা যেতে পারে। প্রফেসর …