তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। অনলাইনে অথবা অফলাইনে ভর্তির আবেদন করা যাবে। অফলাইনে ভর্তির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের নীচ তলা (কক্ষ নং- ১০৪) হতে ভর্তি ফর্ম সংগ্রহ করে অথবা তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ওয়েব ঠিকানা (http://www.al.du.ac.bd/academic training) হতে ভর্তি ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে কোর্স ফি সহ সকাল ১০:০০ হতে রাত ৮:০০ টার মধ্যে উক্ত কক্ষে জমা দিতে হবে। ফর্মের সাথে সকল শিক্ষার্থীকে এইচ.এস.সি মূল সনদের ফটোকপি এবং আইডি কার্ডের জন্য পাসপোর্ট আকারের ১ কপি ছবি জমা দিতে হবে।
অনলাইনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে গুগল ফর্মের (https://Monmate/RKBCBZHERE) মাধ্যমে আবেদন করতে হবে এবং কোর্স ফি বিকাশে সেন্ড মানির (বিকাশ নম্বরঃ ০১৭১০৯৫৭৪৮৯) মাধ্যমে জমা দিতে হবে। সেক্ষেত্রে মূল কোর্স ফি এর সাথে অতিরিক্ত ১০০/- টাকা চার্জ প্রযোজ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মরত স্টাফ এবং শিক্ষক/স্টাফদের সন্তান ২০% ছাড়ে উপরোক্ত কোর্সসমূহে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে ।