ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্সে ভর্তির সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.এস. ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ভর্তির জন্য সকল পাবলিক / বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত বিষয়ে ন্যূনতম ৪ (চার) বছর মেয়াদী বি.এস. (সম্মান) ডিগ্রী প্রাপ্ত শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গনিতে অনার্স পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নূন্যতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের আগামী ১৮/০১/২০২৪ তারিখ থেকে ৩১/০১/২০২৪ তারিখের মধ্যে ডকুমেন্টসমূহ বিভাগীয় অফিসে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ সময়ঃ দুপুর ২:৩০ টা-বিকাল ৪:০০ টা। ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশ থাকবে এবং মোট নম্বর হবে ১০০।