প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রকাশিত হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা ২০২৩ – প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা। ২০২৩ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তিনটি ধাপের অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর ২০২৩। দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে –ই জানুয়ারি ২০২৪ এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে — ফেব্রুয়ারী ২০২৪।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা ২০২৩ | প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা
১.০ সূচনা
- পরীক্ষার দিন সকাল ৯:০০ টায় পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। সকাল ৯:৩০
টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে এবং পরীক্ষার হলে ও এমআর শীট বিতরণ
করা হবে। এর পর তাদের প্রবেশের অনুমতি থাকবে না।
২.০ পরীক্ষার্থীদের জন্য সাধারন নির্দেশনা
- পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে
শোনাবেন। (নির্দেশনাসমূহ পরিশিষ্ট-১ এ দেয়া আছে।)
৩.০ ওএমআর ফরম বিতরণ ও পূরন করা
- ওএমআর ফরমের একটি নমুনা পরিশিষ্ট-২ দেয়া আছে।
- পরীক্ষা শুরুর 20 মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে।
- ওএমআর ফরম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক ওএমআর ফরমের পূরণ করার বিভিন্ন বিষয়
বুঝিয়ে দিবেন। - ওএআর ফরম-এ যে তথ্যগুলো দিতে হবে, সেগুলো হল- (ক) রোল নম্বর, (খ) পুরুষ/মহিলা, (গ) সেট
কোড, (ঘ) প্রার্থীর নাম, (ঙ) পিতার নাম, (চ) মাতার নাম, (ছ) জেলার নাম (নিজ জেলা) ও (জ) প্রার্থীর
স্বাক্ষর।
৪.০ পরীক্ষাথীর হাতের লেখা সংরক্ষণ
- ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় ৩ (তিন)টি বাক্য ও ইংরেজীতে ২(দুই)টি বাক্য আবশ্যিকভাবে
লিখতে হবে। - রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে (একটি নমুনা
পরিশিষ্ট-৩ এ দেয়া আছে) স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
ওএমআর ফরমে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে
হবে।
৫.০ ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগসূত্রের ফরম
- যোগসূত্রের ফরমটি কি? পরীক্ষার্থীদের প্রবেশ পত্র (একটি নমুনা পরিশিষ্ট-৪ এ দেয়া আছে)-এ একটি সেট কোড লেখা থাকবে এবং সেই সেট কোডটি ওএমআর ফর্মে পূরণ করবে হবে। যেমন- পদ্মা, মেঘনা, যমুনা………. ইত্যাদি। কিন্তু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন। যেমন- 1, 2, 3 ……… ইত্যাদি। কোন পরীক্ষার্থী কোন সেট কোডের প্রশ্নের উত্তর করবে তার একটি ম্যাপিং করা থাকে। যেমন- যে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রে পদ্মা লেখা থাকবে তারা হয়তো 2 সেট কোডের প্রশ্ন পাবে, যাদের প্রবেশ পত্রে মেঘনা লেখা থাকবে তারা হয়তো 1 কোডের প্রশ্ন পাবে, ইত্যাদি।
- পরীক্ষা কক্ষের বোর্ডে আগে থেকেই ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যোগসূত্রের
ফরমটি এঁকে রাখা হবে। - পরীক্ষা শুরু হওয়ার আনুমানিক ৫ মিনিট পূর্বে কেন্দ্র সচিবের পক্ষ থেকে যোগ সূত্রের ফরমটি পাওয়া মাত্রই কক্ষ পরিদর্শক সেটি বোর্ডের খালি ফরমে উঠিয়ে দিবেন।
- অন্য একজন পরিদর্শক সেটি মূল কপির সাথে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষার্থীদের যোগ সূত্রের বিষয়টি বুঝিয়ে দিবেন।
- সেটি বুঝিয়ে দেয়ার পর প্রশ্নপত্র বিতরণ করা হবে।
৬.০ ওএমআর ফরম ও হাজিরা শীটে বৃত্ত পূরণে সতর্কতা
- বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন বৃত্তের ভেতরের লেখাগুলো দেখা না যায়।
- বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।
- উত্তরপত্রে কোন অবাঞ্চিত দাগ দেওয়া যাবে না।
- উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
- পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য।
৭.০ প্রশ্নপত্র বিতরণ
- পরীক্ষা শুরুর ঘন্টা পরার সাথে সাথে প্রশ্নপত্র বিতরণ শুরু করা হবে।
- প্রথমে যাদের ওএমআর কোড পদ্মা তাদের দাঁড়াতে বলা হবে।
- পদ্মা সেট কোডের জন্য নির্ধারিত কোডের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
- একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য ওএমআর সেট কোডের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
৮.০ পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ
- কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর প্রবেশপত্র অনুযায়ী ওএমআর ফরমের বিভিন্ন অংশ পূরণ করেছে কিনা তা
পরীক্ষা করে দেখবেন। এর ভিতর গুরুত্বপূর্ণ অংশগুলো হল- (ক) রোল নম্বর, (খ) পুরুষ/মহিলা, (গ) সেট কোড (ঘ) জেলার নাম (নিজ জেলা) ও (ঙ) প্রার্থীর স্বাক্ষর। - রোল নম্বরের বৃত্তগুলো ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে স্বাক্ষর ও
- উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
- এগুলো পূরণ করা আছে কিনা তা কক্ষ পরিদর্শক পরীক্ষা করবেন।
- বৃত্ত ভরাট করতে পরীক্ষার্থী ভুল করার কারনে নতুন ওএমআর ফরম দেয়া হবে না।
- কক্ষ পরিদর্শক হাজিরা সিটে পরীক্ষার্থীর স্বাক্ষর, উপস্থিতি বৃত্ত ও প্রশ্নের সেট কোডের নম্বর পরীক্ষার্থী
সঠিকভাবে লিখেছে/ পূরণ করেছে কিনা তা দেখবেন। - উপস্থিতি বৃত্তটি ভরাট করা খুবই জরুরী, কারন হাজিরা শীটটি মেশিনে পড়া হয় এবং এই বৃত্তটির মাধ্যমে
নির্ধারিত হয় পরীক্ষার্থী উপস্থিত নাকি অনুপস্থিত। - সবশেষে, কক্ষ পরিদর্শক ওএমআর ফরমে তার স্বাক্ষর দিবেন।
৯.০ পরীক্ষা থেকে বহিষ্কার
- পরীক্ষা চলা কালীন সময়ে যদি কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে, তাহলে তাকে নিয়ম অনুযায়ী
বহিস্কার করা হবে।
১০.০ ওএমআর ফরম সংগ্রহ
- পরীক্ষার সময় শেষ হলে সকলকে লেখা বন্ধ করতে বলা হবে।
- ওএমআর ফরমগুলো ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে তুলে নেয়া হবে ।
- সে গুলো গুনে হাজিরা শীটে স্বাক্ষর করা পরীক্ষার্থীর সংখ্যার সাথে মিলিয়ে দেখা হবে।
- সবকিছু ঠিক থাকলে পরীক্ষার্থীদেরকে কক্ষ ত্যাগ করতে দেয়া হবে।