বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে (ননএমপিও) নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । প্রার্থীকে ‘সভাপতি, ম্যানেজিং কমিটি, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়’ বরাবর মোবাইল নম্বরসহ জীবন-বৃত্তান্ত, ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এর সত্যায়িত অনুলিপিসহ স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আগামী ৩০/১১/২০২৩ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় পৌছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ।
আবেদনপত্রের সাথে ‘সভাপতি, ম্যানেজিং কমিটি, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিল, ঢাকা-১০০০’ বরাবর সহকারী শিক্ষক পদের জন্য টাকা ৬০০/- এবং অফিস সহকারী-কাম-হিসাব সহকারী পদের জন্য টাকা ৪০০/- মূল্যমানের পে- অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্র যাচাইয়ান্তে উপযুক্ত প্রার্থীদের মোবাইল নম্বর এবং ই-মেইলে (যদি থাকে) পরীক্ষার তারিখ, সময় ও স্থান অবহিত করা হবে। প্রবেশপত্র ইস্যু করা হবে না।