সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (SSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের মোট ৫২ টি জেলায় ১১ লক্ষাধিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি/প্রকল্প (ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইন্সটিটিউট, ভোকেশনাল ট্রেইনিং, দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি) বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (SSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

সকল পদে শিক্ষানবিসকাল ৬ মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড, এসএফ, গ্রাচ্যুয়িটি, প্রতিবছর ৩০ দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসাহ বোনাস (ক্রেডিটভুক্ত কর্মকর্তা/কর্মী), বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টি.এ/ডি.এ, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, জ্বালানী ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিলসহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।

নিয়োগকৃত (১১নং এবং ১৩নং হতে ১৬নং পদে) পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং মহিলা প্রার্থীগণ বাহিরে থাকার জন্য অতিরিক্ত বাড়ী ভাড়া ভাতা পাবেন। ০১নং, ০৪নং, ০৫নং, ৭নং, ৯নং, ১০নং ও ১৯নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল; ০৩নং পদের প্রার্থীর কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল/প্রধান কার্যালয়, ঢাকা; ০২নং, ০৮নং, ১৭ নং ও ১৮নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএস হাসপাতাল, টাঙ্গাইল; ০৬নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কর্মস্থল হবে এসএসএস পলিটেকনিক ইন্সটিটিউট, টাঙ্গাইল এবং ১২নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়/বিভাগীয় কার্যালয়/ জোন কার্যালয়।

সিনিয়র পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, এসএসএস বরাবর আবেদনপত্র, প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, (স্বাক্ষরসহ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট) এবং ২০০/- টাকা (অফেরতযোগ্য) “সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর অনুকূলে সোনালী ব্যাংক লিঃ, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর ৬০১৫২৩৪০০২০৪৫” তে অনলাইন জমা/টিটি করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে আবেদন করতে হবে। উপরিউক্ত নিয়ম ব্যতীত অন্য কোনভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ১৫ নং ও ১৬ নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ০১নং হতে ১৫নং ও ১৭নং হতে ১৯নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র- টাঙ্গাইল এবং ১৬নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র-ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়ীয়া। আবেদন পত্রে এবং খামের উপরে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা আগামী ২৭/১১/২০২৪ তারিখ অনুযায়ী করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা : সিনিয়র পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনপত্র গ্রহণের সময়সীমা : আগামী ২৭/১১/২০২৪ তারিখ। নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদেরকে এসএমএস / মোবাইল এর মাধ্যমে ডাকা হবে।

 

সুতরাং, আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। সকল পদে সুঠাম দেহী, সচ্চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জেলা শহর, উপ-শহর, প্রত্যন্ত অঞ্চলসহ এসএসএস-এর যে কোন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্তাবলী অনুসারে অভিজ্ঞতার তথ্য / সনদ আবেদন পত্রে উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এজন্য একটি প্রাপ্তিস্বীকার পত্র প্রদান করা হবে। তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লাঞ্চ প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী এবং কোন প্রকার সুপারিশ এবং অর্থের লেনদেন (চাকুরি পাওয়া/পোস্টিং এর ক্ষেত্রে) প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

Bashundhara Public School and College Job Circular 2024

Bashundhara Public School & College established and managed by Bashundhara Group with modern facilities and …