প্রথম আলো পাঠক কুইজ ২০২৪ – services.prothomalo.com

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট চেক। কুইজ সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রথম আলোর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

কুইজ শুরু করতে ক্লিক করুনঃ
https://services.prothomalo.com/anniversary/quiz/

পুরস্কারঃ

  • ২,০০,০০০টাকার গিফট চেকপ্রতিদিন ২০,০০০ টাকা করে ১০ দিন

প্রথম আলো পাঠক কুইজ রেজিস্ট্রেশন ২০২৩

প্রথম আলোর পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে। ফরমে গিয়ে প্রথমেই নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে চলে যাবে। সেই লিংকে ক্লিক করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।

কুইজ প্রতিযোগিতা ২০২৩

কুইজ প্রতিযোগিতা টানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে (www.prothomalo.com/quiz) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

নিয়মাবলি

অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করে প্রতিযোগীকে অংশ নিতে হবে।

  • প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত কুইজে অংশ নিতে হবে।
  • প্রশ্ন করা হবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে।
  • ২০টি প্রশ্নের প্রতিটির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
  • প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই ১০ জন বিজয়ী পাবেন মোট (২,০০০ × ১০) = ২০,০০০ টাকার গিফট চেক।
  • ১০ দিনে ১০০ জন বিজয়ী পাবেন সর্বমোট ২,০০,০০০ টাকার গিফট চেক।
  • নিবন্ধন চলবে: ১ থেকে ১৫ নভেম্বর ২০২৩
  • মহড়া কুইজ: ৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
  • মূল পর্বের কুইজ: ৬ থেকে ১৫ নভেম্বর ২০২৩, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট

সময়

  • নিবন্ধন চলবে: ১ থেকে ১৫ নভেম্বর ২০২৩
  • মহড়া কুইজ: ৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
  • মূল পর্বের কুইজ: ৬ থেকে ১৫ নভেম্বর ২০২৩, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট

অংশগ্রহণের পদ্ধতি

  • নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। সেখানে নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। এ সময় কুইজের নিয়মাবলি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে যাবে।
  • সেই লিংকে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • মূল কুইজ পর্ব শুরুর আগে সবার প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন মহড়া কুইজ অনুষ্ঠিত হবে।
  • মূল কুইজ পর্বে একইভাবে হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে হবে।
  • নিবন্ধনের তথ্য প্রথম আলো সংরক্ষণ করবে।

পুরস্কার

  • প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন মোট (২,০০০ × ১০) = ২০,০০০ টাকার গিফট চেক।
  • ১০ দিনে ১০০ জন বিজয়ী পাবেন সর্বমোট ২,০০,০০০ টাকার গিফট চেক।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৪ – ড্রাইভিং লাইসেন্স আবেদন লিংক

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়াঃ ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। গ্রাহককে প্রথমে …