প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট চেক। কুইজ সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রথম আলোর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কুইজ শুরু করতে ক্লিক করুনঃ
https://services.prothomalo.com/anniversary/quiz/
পুরস্কারঃ
- ২,০০,০০০টাকার গিফট চেকপ্রতিদিন ২০,০০০ টাকা করে ১০ দিন
প্রথম আলো পাঠক কুইজ রেজিস্ট্রেশন ২০২৩
প্রথম আলোর পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে। ফরমে গিয়ে প্রথমেই নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে চলে যাবে। সেই লিংকে ক্লিক করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।
কুইজ প্রতিযোগিতা ২০২৩
কুইজ প্রতিযোগিতা টানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে (www.prothomalo.com/quiz) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
নিয়মাবলি
অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করে প্রতিযোগীকে অংশ নিতে হবে।
- প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত কুইজে অংশ নিতে হবে।
- প্রশ্ন করা হবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে।
- ২০টি প্রশ্নের প্রতিটির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
- প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই ১০ জন বিজয়ী পাবেন মোট (২,০০০ × ১০) = ২০,০০০ টাকার গিফট চেক।
- ১০ দিনে ১০০ জন বিজয়ী পাবেন সর্বমোট ২,০০,০০০ টাকার গিফট চেক।
- নিবন্ধন চলবে: ১ থেকে ১৫ নভেম্বর ২০২৩
- মহড়া কুইজ: ৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
- মূল পর্বের কুইজ: ৬ থেকে ১৫ নভেম্বর ২০২৩, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
সময়
- নিবন্ধন চলবে: ১ থেকে ১৫ নভেম্বর ২০২৩
- মহড়া কুইজ: ৫ নভেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
- মূল পর্বের কুইজ: ৬ থেকে ১৫ নভেম্বর ২০২৩, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট
অংশগ্রহণের পদ্ধতি
- নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। সেখানে নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। এ সময় কুইজের নিয়মাবলি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে যাবে।
- সেই লিংকে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
- মূল কুইজ পর্ব শুরুর আগে সবার প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন মহড়া কুইজ অনুষ্ঠিত হবে।
- মূল কুইজ পর্বে একইভাবে হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে হবে।
- নিবন্ধনের তথ্য প্রথম আলো সংরক্ষণ করবে।
পুরস্কার
- প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন মোট (২,০০০ × ১০) = ২০,০০০ টাকার গিফট চেক।
- ১০ দিনে ১০০ জন বিজয়ী পাবেন সর্বমোট ২,০০,০০০ টাকার গিফট চেক।