ডিজিটাল লিটারেসি ফ্রি কোর্স ২০২৪ – ডিজিটাল লিটারেসি কোর্স রেজিষ্ট্রেশন

ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের জনগণের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ‘ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্প। নিরাপদ ডিজিটাল লাইফ নিশ্চিত করার লক্ষ্যে সফলভাবে ডিজিটাল লিটারেসি সেন্টার এর কোর্স সম্পন্ন করে InternetPass সার্টিফিকেট অর্জন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনলাইনে নিরাপদ থাকতে আপনিও সম্পন্ন করুন ডিজিটাল লিটারেসি সংক্রান্ত ফ্রী কোর্স এবং অর্জন করুন ICT Division এর পক্ষ থেকে InternetPass সার্টিফিকেট।

 

ডিজিটাল লিটারেসি ফ্রি কোর্স ২০২৩ – ডিজিটাল লিটারেসি কোর্স রেজিষ্ট্রেশন

3

 

ডিজিটাল লিটারেসি সেন্টার এর ফ্রী কোর্স করতে ভিজিট করুনঃ

https://digitalliteracy.gov.bd/

শুরু হলো ডিজিটাল লিটারেসি সেন্টার এর ‘DLC Community Leader’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশগ্রহণ করে হয়ে যান ডিএলসি কমিউনিটি লিডার আর জিতে নিন আইফোন, ল্যাপটপ, স্মার্টফোন, অ্যামাজন কিন্ডল, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় সব পুরষ্কার!!

  • ১ম পুরষ্কারঃ আইফোন ১৫
  • ২য় পুরষ্কারঃ ল্যাপটপ কোর আই-৫
  • ৩য় পুরষ্কারঃ স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ স্মার্টফোন
  • ৪র্থ পুরষ্কারঃ অ্যামাজন কিন্ডল
  • ৫ম-১০ম পুরষ্কারঃ স্মার্ট ওয়াচ
  • বিশেষ স্বীকৃতিঃ ১ম – ১০০তম সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এর পক্ষ থেকে DLC Community Leader এর সনদপত্র প্রদান করা হবে।
  • প্রতিযোগিতার সময়ঃ ২৩ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
  • ডিএলসি কমিউনিটি লিডার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ভিজিট করুনঃ
    https://digitalliteracy.gov.bd/

 

ডিএলসি কমিউনিটি লিডার

প্রতিযোগিতার নামঃ DLC Community Leader Campaign 2023

পুরস্কারসমুহঃ

  • ১ম পুরস্কারঃ iPhone 15
  • ২য় পুরস্কারঃ Laptop Core i5
  • ৩য় পুরস্কারঃ Smartphone- Samsung Galaxy A Series
  • ৪র্থ পুরস্কারঃ Amazon Kindle
  • ৫ম-১০ম পুরস্কারঃ Smart Watch

বিশেষ স্বীকৃতিঃ
১ম – ১০০তম সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এর পক্ষ থেকে DLC Community Leader সনদপত্র প্রদান করা হবে।

প্রতিযোগিতার নিয়মাবলিঃ

  • DLC কমিউনিটি লিডার ক্যাম্পেইন ২০২৩-এ অংশ নিতে ডিজিটাল লিটারেসি সেন্টারের ওয়েবসাইট www.digitalliteracy.gov.bd – এ প্রবেশ করতে হবে।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পূর্বে রেজিস্ট্রেশন করে থাকলে তিনিও অংশগ্রহণ করতে পারবেন।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
  • DLC কমিউনিটি লিডার হিসেবে নির্বাচিত হতে যে কেউ ডিজিটাল লিটারেসি সেন্টারের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
  • DLC কমিউনিটি লিডার হিসেবে নির্বাচিত হলে ওয়েবসাইটে আপনার প্রাপ্ত পয়েন্ট দেখতে পাবেন ও একটি রেফারেল আইডি পেয়ে যাবেন।
  • পয়েন্টস পেতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে হবে।
  • প্রত্যেক DLC কমিউনিটি লিডার তার রেফারেল আইডি থেকে যে কাউকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রন করতে পারবেন। আপনার আমন্ত্রিত ব্যক্তিরা যদি কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করে তবে আপনার পয়েন্টস ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
  • DLC কমিউনিটি লিডার হিসেবে সর্বোচ্চ পয়েন্টস অর্জনকারীকে বিজয়ী ঘোষণা করা হবে।
  • প্রতিযোগিতায় কেউ অসদুপায় অবলম্বন করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে এবং তার আইডিটি ডিজেবল করে দেয়া হবে।
  • প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • এই প্রতিযোগিতাটির সর্বসত্ত্ব ডিজিটাল লিটারেসি সেন্টারের। ডিজিটাল লিটারেসি সেন্টার যেকোন সময় প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করবে।

প্রতিযোগিতার সময়ঃ ২৩ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

যেভাবে ওয়েবসাইট থেকে আবেদন করবেনঃ

  • ১। DLC কমিউনিটি লিডার হওয়ার জন্য আপনাকে ডিজিটাল লিটারেসি সেন্টারের ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হবে নতুবা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ২। ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অথবা ফেসবুক কিংবা গুগল অ্যাকাউন্ট এর মাধ্যমেও লগইন করতে পারবেন।
  • ৩। ড্যাশবোর্ডে প্রোফাইলের নিচে “Be a DLC Community Leader” বাটনে ক্লিক করুন।
  • ৪। নির্দিষ্ট তথ্য পূরণ করুন এবং নির্দেশনা গুলো ভালোভাবে পড়ে সম্মত হলে টিকমার্ক বক্সে ক্লিক করে সাবমিট করুন।
  • ৫। সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে প্রোফাইলের নিচে আপনার স্ট্যাটাস পেন্ডিং দেখতে পারবেন।
  • ৬। আবেদন যাচাইপূর্বক ডিজিটাল লিটারেসি সেন্টার কর্তৃপক্ষ আপনাকে অ্যাপ্রোভ করলে আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন এবং আপনার প্রোফাইলের নিচে “DLC Community Leader” বাটন এবং আপনার পয়েন্টস দেখতে পাবেন। প্রাথমিক অবস্থায় আপনার পয়েন্টস শূন্য থাকবে।
  • ৭। ড্যাশবোর্ডে লিডারবোর্ড নামে একটি নতুন মেন্যু দেখতে পাবেন।

যেভাবে পয়েন্টস পাবেনঃ

  • ১। আপনার ড্যাশবোর্ডে একটি রেফারেল লিংক দেখতে পাবেন, কপি বাটনে ক্লিক করে সেটি কপি করুন।
  • ২। আপনার কপিকৃত লিংকটি পরিবার, বন্ধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
  • ৩। যারা এই লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন তারা আপনার রেফারেলের আওতাভুক্ত হবেন। এছাড়া যারা প্রথমবারের মত এই লিংকে ক্লিক করে লগইন করবেন তারাও আপনার রেফারেলের আওতাভুক্ত হবেন। আপনি যাদেরকে সঠিকভাবে রেফার করেছেন তাদের লিস্ট আপনার লিডারবোর্ডে দেখতে পাবেন।
  • ৪। আপনার রেফারেল লিংক ব্যবহার করে যারা নিবন্ধিত হয়েছেন এবং প্রথমবারের মত লগইন করেছেন তাদের অর্জনকৃত প্রত্যেকটি সার্টিফিকেট এর জন্য আপনাকে ১০০ পয়েন্টস প্রদান করা হবে।
  • ৫। আপনার অর্জনকৃত সর্বমোট পয়েন্টস আপনার প্রোফাইলে যুক্ত হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৪ – ড্রাইভিং লাইসেন্স আবেদন লিংক

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়াঃ ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। গ্রাহককে প্রথমে …