বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ – barisalboard.gov.bd SSC Result

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১২ মে ২০২৪ তারিখ রবিবার সকাল ১০.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। সকাল ১১.০০ টায় স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশ হওয়ার পর বিদ্যালয়ে, পরীক্ষার কেন্দ্রে, বরিশাল শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এবং Android Mobile Phone- এ Apps ব্যবহার করে ফলাফল দেখা যাবে। নিম্নোক্ত পদ্ধতিতে বিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্র তাদের ফলাফল download করতে পারবে।

ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন

Refresh to get 
আরও দেখুনঃ
  1. দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  2. ময়মনসিংহ বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  3. বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  4. সিলেট বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  5. যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  6. ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  7. চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  8. কুমিল্লা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  9. রাজশাহী বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
  10. এসএসসি (কারিগরি) ভোকেশনাল রেজাল্ট ২০২৪

SSC-Result-2023-with-full-marksheet

 

বিদ্যালয়ের জন্যঃ

www.barisalboard.gov.bd/admincp এই ঠিকানায় গিয়ে login অপশনে EIIN এবং password (বিদ্যালয়ের
password) ব্যবহার করুন। Result মেনুবারে ক্লিক করার পরে SSC – 2024 Result এ ক্লিক করুন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ফলাফল দেখতে পাবেন ।

পরীক্ষা কেন্দ্রের জন্যঃ

প্রথমে www.barisalboard.gov.bd এই ঠিকানায় গিয়ে ডানপাশে SSC – 2024 Centre Panel অপশনে login >
কেন্দ্রকোড, password দিয়ে (যে password দিয়ে SSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে password ব্যবহার করুন) সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখতে পাবেন ।

  • www.educationboardresults.gov.bd এর মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।
  • Android Phone এ Barisal board apps ব্যবহার করেও ফলাফল পাওয়া যাবে ।
  • পরীক্ষার্থীর বিস্তারিত ফলাফল/প্রতিষ্ঠান/গ্রুপ ভিত্তিক ফলাফল বরিশাল শিক্ষাবোর্ডের www.barisalboard.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হতে পরীক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকাল ১১.০০ টায় ফলাফল জানতে পারবে।
  • পুণঃনিরীক্ষনের জন্য SMS এর মাধ্যমে ১৩/০৫/২০২৪ তারিখ থেকে ১৯/০৫/২০২৪ তারিখ পর্যন্ত
    আবেদন করা যাবে।

 

Website: www.barisalboard.gov.bd

বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪

পরীক্ষার্থীরা এস এমএস এর মাধ্যমে প্রি-রেজিষ্ট্রেশন করে ফলাফল জানতে পারবে।

  • প্রি-রেজিষ্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে ):
  • যে কোন অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে-
  • SSC <> Board name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • যেমন: বরিশাল শিক্ষাবোর্ডের জন্য- SSC <> Bar <> Roll <> 2024 Send to 16222
  • ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিষ্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dinajpur Board SSC Result 2024 with Marksheet

Dinajpur Board SSC Result All concerned are hereby informed of the notification regarding the release …