ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিগ্রি ২য় বর্ষ (২০১৯-২০) এবং ডিগ্রি ১ম বর্ষ(২০২০-২১) এ উপবৃত্তি পাবেন। ইতিমধ্যে ব্যাংকিং অপারেটরসমূহ উপবৃত্তি প্রদান শুরু করেছে। নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ৪৯০০/+ ক্যাশ আউট চার্জসহ ৫০৭৫/- প্রদান করা হচ্ছে। সর্তকতাঃ উপবৃত্তির টাকা সরাসরি আপনার একাউন্টে আসবে। ভুল করেও কাউকে পিন দিবেন নাহ।
- ডিগ্রি ৩য় বর্ষ(২০১৮-১৯) শেষবার টাকা পাবেন।
- ডিগ্রি ২য় বর্ষ(২০১৯-২০) ২য় কিস্তির টাকা পাবেন।
- ডিগ্রি ১ম বর্ষ(২০২০-২১) এইবার ১ম কিস্তি পাবেন।
ডিগ্রি উপবৃত্তি ফলাফল ২০২৪ – www.pmeat.gov.bd
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে অধ্যয়নরত ৫৩ লাখ ৬০ হাজার ৬৩৯ জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ২০২২-২০১৩ অর্থবছরের ২য় কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১৯৯ কোটি ৯২ লাখ ৭১ হাজার ১২০ টাকা G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে। একই সাথে স্নাতকোত্তর পর্যায়ের ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীর মাঝে “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড- ২০২২” বাবদ প্রত্যেককে ৩ লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানটি ১১ জুন ২০২৩, রবিবার, সকাল ১০.০০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল হতে শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।