নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। পদের নামঃ Junior Executive Trainee (Electronics)। পূর্ণমান: ১০০; সময়: ১ ঘন্টা ৩০ মিনিট। MCQ পরীক্ষা (বিষয় ভিত্তিক-৩০ সাধারণ জ্ঞান ও ভাষা সম্পর্কিত-১০) মোট ৪০। লিখিত পরীক্ষা (বিষয় ভিত্তিক ৫০ সাধারণ জ্ঞান ও ভাষা সম্পর্কিত-১০) মোট ৬০। পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট, মোট নম্বর: ১০০। পরীক্ষাটি দুইটি অংশে বিভক্ত বহুনির্বাচনী (MCQ) অংশ ও লিখিত অংশ। বহুনির্বাচনী (MCQ) অংশ শেষ করে লিখিত অংশের উত্তর দিতে হবে।
MCQ অংশের উত্তরের জন্য প্রশ্নপত্রের সাথে দেয়া OMR ব্যবহার করবেন। MCQ অংশে প্রত্যেক প্রশ্নের জন্য চারটি উত্তর দেয়া আছে, তন্মধ্যে শুদ্ধ উত্তরের জন্য OMR এর নির্ধারিত বৃত্ত ভরাট করবেন। একাধিক বৃত্ত ভরাট করলে ঐ প্রশ্নের উত্তর বাতিল হবে। বৃত্ত ভরাটে কালো কালির বলপেন ব্যবহার করবেন। লিখিত অংশের উত্তরের জন্য সরবরাহকৃত উত্তরপত্র ব্যবহার করবেন। কোন প্রশ্নের উত্তরের জন্য খাতায় ঐ প্রশ্নের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহার করতে হবে। রাফ করার প্রয়োজন হলে নির্দিষ্ট জায়গা ব্যবহার করা যাবে। উত্তরপত্রের ভিতরে কোথাও নাম, ফোন নম্বর বা পরিচয়মূলক যেকোন কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।