বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা / সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০২৫। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত পর্যটন। এ খাতের উন্নয়নে দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন ২০২৫ সালে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এবং সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষা গ্রহণ করে। এ পরীক্ষায় দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার কাঠামো
- লিখিত পরীক্ষাটি মূলত এমসিকিউ (MCQ) ভিত্তিক হয়, মোট ১০০ নম্বরের। বিষয়ভিত্তিক বিভাজন ছিল:
- – বাংলা ভাষা ও সাহিত্য: ২০
- – ইংরেজি: ২০
- – সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০
- – গণিত ও মানসিক দক্ষতা: ২০
- – কম্পিউটার ও প্রযুক্তি: ১০
- – ভূগোল, পর্যটন ও সংযুক্ত প্রশাসনিক জ্ঞান: ১০
বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
Campustimesbd.com Jobs and Education news update regularly.





