কাস্টম হাউস, বেনাপোলের সিপাই পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস। কাস্টম হাউস, বেনাপোল, যশোরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ২০১৬ সাল এবং ২০২২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সিপাই পদের লিখিত পরীক্ষা আগামী ২৬-০৫-২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে যশোরস্থ নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
বেনাপোল কাস্টমস সিপাই পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২৩
আরও পড়ুন:
বেনাপোল সিপাই পদের প্রবেশপত্র ২০২৩
২। লিখিত পরীক্ষার দিন ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীগণ আবশ্যিকভাবে এ দপ্তর কর্তৃক ইস্যুকৃত মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
৩। লিখিত পরীক্ষার দিন ২০২২ সালের আবেদন অনুযায়ী আবেদনকারীগণ টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট (http://bch.teletalk.com.bd) হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
৪। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এ দপ্তর হতে ইস্যুকৃত প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় যাই উল্লেখ থাকুক না কেন উপর্যুক্ত ছক মোতাবেক পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।