BEZA সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৩

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এর সহকারী ব্যপস্থাপক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন- ২০২০। বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা হিসেবে উবার যাত্রা শুরু করে ২০১৬ সালে। তবে উবারের সেবা নিয়ে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া আছে। গত দুই দিনেই উবার ব্যবহারকারীদের ফেসবুক গ্রুপে প্রায় ৩০টি অভিযোগ জানিয়ে পোস্ট করেছেন ব্যবহারকারীরা। গত দুই বছরে উবারের চালক সংখ্যা দাঁড়িয়েছে এক লাখের বেশি। বিগত সময়ে গড়ে প্রতি সপ্তাহে প্রায় আড়াই হাজার নতুন চালক উবারে সাইন আপ করেছেন । দুই বছরে ঢাকা শহরে ২২ শতাংশ মানুষ অন্তত একবার উবার অ্যাপ ব্যবহার
করেছে। প্রতি মিনিটে গড়ে ১৫৫ বার উবার অ্যাপে প্রবেশ করা হয়েছে বিমানবন্দর, গুলশান-১ ও বসুন্ধরা সিটিতে। আর যাত্রার শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় ১৬ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে উবার। এই দূরত্বে কোনো ব্যক্তি ২০৬ বার চাঁদে ঘুরে
আসতে পারেন।

 

BEZA সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২৩

 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এর সহকারী ব্যপস্থাপক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন- ২০২০। পরীক্ষার তারিখঃ ২ অক্টোবর ২০২০। এক্সাম টেকারঃ FBS, DU

General Knowledge- (10×2=20)
1. What is the circumference of the earth?
2. Which Country possesses the largest population of Royal Bengal Tigers?
3. What was Sher Shah’s legacy towards the Mughals?
4. Who was the goddess of war and wisdom in Greek mythology?
5. What is the capital of East Timur?
6. Who won the Women’s single in the US open 2020?
7. What was the previous spelling of Dhaka?
8. Which country has the largest urban population in South Asia?
9. Who won the vaccine hero award recently?

English focus writing: Brain Drain

Application to bank manager informing debit card loss

ইংরেজি প্যারাগ্রাফ: ডেভলপিং দেশগুলো থেকে বিভিন্ন পেশাজীবি ডা. ইঞ্জিনিয়াররা উন্নত দেশে চলে যাচ্ছে। অনেকেই এটাকে চুরি বলতেছে! এর পক্ষে বা বিপক্ষে আপনার মতামত দিন এবং কেন? ২০০ শব্দ! ( ১০ নাম্বার)

৪০০০০ হাজার টাকা ব্যাংকে জমা ৫ % বাৎসরিক সুদ যা ৬ মাসের কম্পাউন্ড ইন্টারেস্টে ২ বছরে মোট কত টাকা।

f(x,y) = (X2-2XY+Y2)/ (X2-Y2) হলে f(-x,-y)=?

১০ টা পণ্যের ক্রয়মূল্য তার n টি পণ্যের বিক্রয়নমূল্যের সমান হলে, ৪০% ক্ষতিতে বিক্রয় করলে n এর মান কত?

E2 B : বাংলাদেশের জিডিপি বা বিশ্ব অর্থনীতি নিয়ে!

Courtesy: Jibet Roy, Kawsain Haque, Aftab Khalid

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান। …