জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬/১৭ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রিলিমিনারী (মাস্টার্স ১ম পর্ব) প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
.
২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডিগ্রী পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
.
অনলাইনে আবেদন করা যাবে ১০/০৬/১৮ তারিখ বিকাল ৪টা থেকে ১০/০৭/১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
আবেদন ফরম,আবেদন ফি,রেজিঃ ফি কলেজে জমা দেয়ার শেষ তারিখ ১১/০৭/১৮ তারিখ।
.
আবেদন ফি ২০০ টাকা
রেজিঃ ফি ৮০০ টাকা
.
আবেদন ফরমের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
ডিগ্রী পাসের মূল / সাময়িক সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি।
প্রশংসাপত্র।
ডিগ্রী পাস কোর্সের রেজিঃ কার্ডের সত্যায়িত কপি।
.
এই কোর্সে ভর্তিকৃত দের পুরাতন সিলেবাস পড়ানো হবে এবং পরীক্ষা গ্রহণ করা হবে।
আবেদন করতে ক্লিক করুন
এখানে app.nu.edu.bd/nu-web/msapplication/msApplicationForm</a
কলেজ লিস্ট ও ভর্তি নির্দেশিকাঃ