মাস্টার্স প্রিলিমিনারি[ডিগ্রীদের]১৬-১৭ সেশনের আবেদন ও কলেজে ফরম জমাদানে প্রয়োজনীয় তথ্য..

মাস্টার্স অনলাইন এপ্লিকেশন সিস্টেমের নমুনাঃ

০৫/০৬/১৮ থেকে ২৬/০৬/১৮
তারিখ পর্যন্ত চলবে অনলাইনে আবেদন।

অনলাইনে আবেদন করতে যা লাগবেঃ
১। ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার
২। ডিগ্রি রোল নাম্বার
৩। মা বাবার নাম
৪। জন্ম তারিখ
৫। ছবি

আবেদেন করতে এই লিংকে যানঃ
http://app.nu.edu.bd/nu-web/msapplication/preleApplicationForm
::::::::::::::::::::::::::::::::::::::
আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে কলেজে জমা দিতে ৩০০ টাকা সহ।
কলেজে আবেদন ফর্মে সাথে কি কি জমা দিবেন>>>>>>>>
১. ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের ফটো কপি
২. ডিগ্রি পাসের নাম্বার পত্রের সত্যায়িত কপি(অনলাইনের হলেও
চলবে)

যে কলেজে আবেদন করবেন সে কলেজে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র জমা হওয়ার পর আপনার মোবাইলে একটা কনফার্মেশন ম্যাসেজ আসবে, আর
যদি কনফার্মেশন ম্যাসেজ না আসে তাহলে বুঝবেন আবেদন পত্র জমা
হয় নি, কলেজে গিয়ে আবার যোগাযোগ করতে হবে(আবেদন শেষ হওয়ার আগে খোজ নিতে হবে)।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin