বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( BEZA-বেজা) এর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর / উচ্চমান সহকারী পদের প্রশ্নের সমাধান – ২০২৪, পরীক্ষার তারিখঃ ২৭ জানুয়ারি ২০২৪। বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা আগামী ২৬ জানুয়ারী ২০২৪ ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এক প্রিলিমিনারি, দুই লিখিত, তিন ভাইভা। পরীক্ষাটি ১ ঘন্টা অনুষ্ঠিত হবে। আপনারা যারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সার্চ করছেন তাদের জন্য আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে হাজির হলাম।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষাটি আগামী ৫ মে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১ ঘন্টা সময় ব্যাপী প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস টাইম বিডির পক্ষ থেকে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। প্রশ্নটির একটি mcq এবং আরেকটি লিখিত হিসেবে আপলোড করছি। তারপর ছবিটি যদি বুঝতে সমস্যা হয় আমাদের পেজে ইনবক্স বা মেইল করলে আমরা জানিয়ে দিতে পারব।
সাঁটলিপিকার কম্পিউটার অপারেটর / উচ্চমান সহকারী প্রশ্ন সমাধান
BEZA বিগত সালের প্রশ্ন সমাধান ২০২৪ pdf download
BEZA বিগত সালের প্রশ্ন ২০২৪ pdf download
প্রতিষ্ঠান – বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)
- EZA (AM) – ২০১৮.১১.৩০
- পদ – সহকারী ব্যবস্থাপক (AM : Assistant Manager)
- সেট – B (এক্সাম টেকার : FBS, DU)
- পূর্ণমান – ১০০ (১.২৫ × ৮০) (৬০ মিনিট)