রাবিতে চূড়ান্ত আবেদনG রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল বেলা ১২টায়। আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
Apply Link: https://admission.ru.ac.bd/
রাবি চূড়ান্ত আবেদন ২০২৩ – RU Admission Apply Now
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ২৭মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোটায় আবেদনকারী শিক্ষার্থীসহ প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবে।
তিনি আরো জানান, প্রথম দফায় ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।