জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ করবেন যেভাবে…

গত ২৪-০৫-২০১৮ তারিখ ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি তাদেরকে পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে।


উত্তরপত্র পুন:নিরীক্ষণের পদ্ধতিঃ
আবেদনের সময়সীমাঃ ২৯-০৫-২০১৮ তারিখ সকাল ১০:০০টা হতে ২৮-০৬-২০১৮ তারিখ দুপুর ২:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ২৮-০৬-২০১৮ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

সতর্কতাঃ রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।
আবেদনের ফিঃ
প্রতি পত্রের পুন:নিরীক্ষণের আবেদনের জন্যে ৫০০ টাকা করে ফি প্রদান করতে হবে।
ফলাফলঃ পুন:নিরীক্ষণের ফলাফল যথাসময়ে আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ হওয়া মাত্র এখানেও পাওয়া যাবে।

ডিগ্রী ৩য় বর্ষের ফলাফলে কোন ত্রুটি থাকলে তা ৩০ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
.
ফলাফলে যেসব ত্রুটি/সমস্যা থাকেঃ
১। পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও Absent আসা।
২। Withheld for incourse
৩। Withheld
এছাড়াও রেজাল্টে কোন সমস্যা থাকলে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে যা যা প্রয়োজনঃ
১। রেজিঃ কার্ড
২। এডমিট কার্ড
৩। পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্র ( যে কলেজে পরীক্ষা হয়েছে সেই কলেজ থেকে সংগ্রহ করতে হবে)
৪। ইনকোর্সের নাম্বার না পাঠানো হলে তা কলেজের মাধ্যমে কিংবা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো যায়।
৫। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি আবেদন করা যায়।
ফলাফল সংশোধনের যাবতীয় তথ্য এবং এখান থেকে আবেদন করতে হবেঃ
http://services.nu.edu.bd/nu-app/

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার সিজিপিএ প্রকাশ ২০২২

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যাদের Absent বা Withheld বা ফেল তাদের করনীয়

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যারা পেয়েছেন পোস্টটি অবশ্যই পড়বেন।ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল যাদের Absent বা …