ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ (সাত) কলেজ ভর্তি নির্দেশিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭টি কলেজ যথাক্রমে (১) ঢাকা কলেজ (2) কবি নজরুল সরকারি কলেজ (৩) ইডেন মহিলা কলেজ (৪) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (৫) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (৬) সরকারি বাঙলা কলেজ এবং (৭) সরকারি তিতুমীর কলেজ-এর বিভাগসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের মানবিক শাখা ব্যতীত অন্য যে-কোনো শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিলে তার আবেদনকৃত অন্যান্য ইউনিটের (যদি থাকে) প্রার্থিতা
বাতিল বলে গণ্য হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটভুক্ত বিষয়সমূহ অধ্যয়নে আগ্রহী অন্যান্য ইউনিটের
প্রার্থীগণ নিজ নিজ ইউনিটের নির্দেশাবলি অনুসরণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ পরীক্ষার সময়সূচিঃ
- বিজ্ঞান : ১৭ জুন
- মানবিক : ১৬জুন
- বাণিজ্য : ২৪ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ একাডেমিক খরচঃ
- ভর্তি ফি ৭-৮০০০ টাকার মত লাগবে।
- প্রতি ইয়ারে ভর্তি+সেশন ফি হচ্ছে ৪-৫০০০ টাকা।
- প্রতি ইয়ারে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ ৩-৪০০০ টাকা।
- মোট খরচ: সব মিলিয়ে ৭ কলেজের একাডেমিক খরচ হচ্ছে ৪০-৫০ হাজার টাকার মতো। এই হিসেবটা কলেজ ও ডিপার্টমেন্ট ভেদে কিছুটা কমবেশি হতে পারে।
- হলে থাকার খরচ: আবাসিক হল গুলোতে থাকা বাবদ বাৎসরিক ৪-৫০০০ হাজার টাকা ফি দিতে হবে।
ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে। অধিভূক্ত কলেজসমূহের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্জিত ডিগ্রিসমূহের সনদপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ প্রাথমিক আবেদন পদ্ধতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উপর্যুক্ত ৭টি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়:
ক) অধিভুক্ত সরকারি ৭টি কলেজে ভর্তির ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নির্দেশাবলি থাকবে। আবেদনকারী উক্ত সাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭টি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট-এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নোটিশ এবং লিংকসমূহ দেখতে পারেন। আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা এবং ওয়েবসাইট নির্দেশিকা ভালো করে পড়তে হবে।
(খ) আবেদন ফি পরিশোধ করার পদ্ধতি ভর্তি-পরীক্ষার ফি ৬০০.০০ (ছয়শত) টাকা। আবেদনকারীকে দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা প্রদান করা যাবে। আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
গ) অনলাইনে ভর্তির ফরম পূরণ:
- ভর্তির আবেদন ( https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমানের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মাতা-পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটা বিষয়ক তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে।
ঘ) এ-লেভেল/সমমান, ও-লেভেল/সমমান বিদেশি পাঠ্যক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য (https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইটে গিয়ে “সমমান আবেদন” বা ” Equivalence Application” মেনুতে আবেদন করে তাৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত “Equivalence ID” ব্যবহার করে অন্যান্য শিক্ষার্থীর মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ
৩. প্রার্থীকে ২০১৭ থেকে ২০২০ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সনের বাংলাদেশের যে-কোনো শিক্ষা
বোর্ডের মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের আলিম (জেনারেল অথবা মানবিক শাখায়) অথবা
IAL/ A Level অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.০ হতে হবে। IGCSE / O Level এবং IAL/ A Level অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করতে হবে। এছাড়া প্রার্থী যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক ওই বিভাগের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
৪. যে-সকল প্রার্থী ২০১৭ অথবা তার পরে অনুষ্ঠিত IGCSE / O Level পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৫ বিষয়ে এবং ৩১শে জুলাই ২০২২ সালের পর IAL / A Level পরীক্ষার প্রকাশিত ফল-এ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হয়েছে (IGCSE / O Level এবং IAL / A Level-এর সর্বশেষ পরীক্ষার সনদে উক্ত পরীক্ষার পাশের বছর হিসেবে ধরা হবে) এবং উপর্যুক্ত ৭টি বিষয়ের মধ্যে যারা ৪টি বিষয়ে অন্তত B গ্রেড, অপর ৩টি বিষয়ে অন্তত C গ্রেড পেয়েছে তাদেরকে এবং অন্যান্য ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী শিক্ষার্থীগণকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে অনলাইনে আবেদন করতে হবে। IGCSE / O Level এবং IAL/ A Level পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ হবে: A= 5.0, B=4.0, D=3.0, C-3.5
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ আসন সংখ্যা
সাত কলেজ আবেদন যোগ্যতা
মানবিক বিভাগের মানবণ্টন
বাণিজ্য বিভাগের মানবণ্টন
বিজ্ঞান বিভাগের মানবণ্টন
মেধাস্কোর ও মেধাক্রম