আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ ২০২৪ – www.amcb.edu.bd

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখার আহ্বান করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

 

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ ২০২৪

 

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ শর্তাবলীঃ

ক। আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৬ মার্চ ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে।

  • ১। চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাত (কম্পিউটারে টাইপকৃত)।
  • ২। www.amcb.edu.bd ওয়েবসাইট হতে সংগৃহিত ব্যক্তিগত তথ্যাবলী সংক্রমন দুই পাতার নির্ধারিত ফরমের পূরণকৃত কপি ।
  • ৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। অন্য কাগজপত্র যুক্ত করার প্রয়োজন নাই ৷
  • ৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
  • ৫। সম্প্রতি তোলা ০৫ (পাঁচ) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি । মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয় ।
  • ৬। অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোন তফসিলি ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে “চীফ এ্যাডমিনিষ্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া’ বরাবর অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ১,৫০০/, রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/প্রভাষক পদের জন্য ১,০০০/- এবং মেডিকেল টেকনোলজিষ্ট পদের জন্য ৭০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

খ। চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাক্ত করতে হবে।

গ। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

ঘ। লিখিত পরীক্ষা/সাক্ষাতকারের তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে। কোন এ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

ঙ। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হতে পারে। উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।

চ। কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন NGO নিয়োগ বিজ্ঞপ্তি

৩৬৮ পদে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) NGO তে নিয়োগ। POPI নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। পিপল্স …