বগুড়া বন অধিদপ্তর পরীক্ষার সময়সূচি ও এডমিট কার্ড প্রকাশ। সোসাল ফরেস্ট সার্কেল বগুড়ায় অধীনে নিয়োগ বিজ্ঞপ্তির অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১ টা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা। ইতিমধ্যে এই পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। আপনি যদি এডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে এই লিংক থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এবং পরীক্ষার যে সকল নির্দেশিকা আপনাকে অনুসরণ করতে হবে, তা আমি নিচে একটি এডমিট কার্ডসহ দেখাচ্ছি। যাতে বুঝতে পারেন যে পরীক্ষার হলে কি কি নিতে পারবেন এবং কি কি নিতে পারবেন না। কত সময় পরীক্ষা হবে এবং কোন কেন্দ্রের পরীক্ষা হবে তা জানতে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে সেন্টার দেখুন ধন্যবাদ।
বগুড়া বন অধিদপ্তর পরীক্ষার সময়সূচি ও এডমিট কার্ড ২০২৩
Admit Card Download Link: http://cfbog.teletalk.com.bd
বগুড়া বন অধিদপ্তর পরীক্ষার এডমিট কার্ড ২০২৩
Instructions to the Candidates:
১. প্রার্থীকে অবশ্যই প্রবেশ পত্র সংগে আনতে হবে এবং এটি কর্তব্যরত পরিদর্শককে দেখাতে হবে।
২. কোন পরীক্ষার্থী মার্ক্স ছাড়া প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে থাকা সময় মাক্ষ পরতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩. প্রবেশ পত্রে থাকা ছবি অনলাইনে জমা দেয়া মূল আবেদনের ছবির সাথে অবশ্যই মিল থাকতে হবে।
৪. পরীদর্শক কর্তৃক পরীক্ষার খাতায় স্বাক্ষর করার সময় পরীক্ষার্থীকে তার মার্ক্স খুলে মুখ দেখাতে হবে।
৫. পরীক্ষার্থীকে কালো কালির বলপয়েন্ট কলম আনতে হবে। পেশিল ব্যবহার নিষিদ্ধ।
৬. জালিয়াতি অসদুপায় অবলম্বন কিংবা অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে কতৃপক্ষ তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে পাে
৭. পরীক্ষার্থীকে পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষা হলে পোস্তাতে হবে। পরীক্ষার শুরুর পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।
৮. পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রিক ঘড়ি, হাত ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদি যে কোন ধরনের ডিজিটাল ডিভাইস নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন এ সকল জিনিসের যে কোনটি পরীক্ষার্থীর কাছে পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।
৯. ব্যবহৃত প্রশ্ন পত্র উত্তর পত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে।