এক নজরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আগামী ৯ মে থেকে শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জুন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের ইউনিটসমূহঃ
- গাণিতিক, পদার্থ ও আইআইটি ইউনিট (A ইউনিট)
- সমাজবিজ্ঞান অনুষদ ইউনিট (B ইউনিট)
- কলা ও মানবিকী এবং বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ইউনিট (C ইউনিট)
- চারুকলা-নাটক ও নাট্যতত্ত্ব ইউনিট (C1 ইউনিট)
- জীববিজ্ঞান অনুষদ ইউনিট (D ইউনিট)
- বিজনেস স্টাডিজ অনুষদ ইউনিট (E ইউনিট)
- আইবিএ ইউনিট (F ইউনিট)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখঃ
- আবেদন – ৯ মে -৩১ মে
- পরীক্ষা – ১৬ জুন – ২৪ জুন
- পরীক্ষা হবে – ৪ শিফটে
- পরীক্ষার কেন্দ্র – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আবেদন ফি – ৯০০ ও ৬০০ টাকা
- সিলেকশন নেই
- সেকেন্ড টাইম আছে।
জাবিতে ভর্তি ফরম পূরণের যোগ্যতাঃ
A- ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ)
- S. S. C ন্যূনতম 4.00
- H. S. C ন্যূনতম 4.00
- Total 8.50
B-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
- S. S. C ন্যূনতম 3.50
- H. S. C ন্যূনতম 3.50
- Total 8.00
C-ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
- S. S. C ন্যূনতম 3.50
- H. S. C ন্যূনতম 3.50
- Total 8.00
D- ইউনিট( জীববিজ্ঞান অনুষদ)
- S. S. C ন্যূনতম 4.00
- H. S. C ন্যূনতম 4.00
- Total 9.00
E-ইউনিট(বিজনেস স্টাডিজ অনুষদ)
মানবিক
- S. S. C ন্যূনতম 3.50
- H. S. C ন্যূনতম 3.50
- Total 7.50
বিজ্ঞান
- S. S. C ন্যূনতম 3.75
- H. S. C ন্যূনতম 3.75
- Total 8.00
F- ইউনিট( আইবিএ)
মানবিক
- S. S. C ন্যূনতম 4.00
- H. S. C ন্যূনতম 4.00
- Total 8.50
বিজ্ঞান
- S. S. C ন্যূনতম 4.00
- H. S. C ন্যূনতম 4.00
- Total 9.00
এ বছর C1 এর আলাদা পরীক্ষা হবে৷ যোগ্যতা পূর্ণাঙ্গ সার্কুলার দিবে৷ নতুন মানবন্টনে জাবিতে চান্স আরো সহজ!!
নতুন নিয়ম অনুযায়ী জাবির মানবন্টন।
- এসএসসি – এইচএসসি রেজাল্ট – ২০ নাম্বার
- বি ইউনিটে – বাংলা, ইংরেজি ২৫ করে ৫০, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ও আইকিউ ২৫, সাধারণ গণিত ৫৷ মোট ৮০ নাম্বারের পরীক্ষা।
- সি ইউনিটে – বাংলা ও ইংরেজি তে ১৫ করে ৩০ এবং সাধারণ জ্ঞানে ৫০। মোট ৮০ নাম্বারের পরীক্ষা।
- রেজাল্ট – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের নূন্যতম যোগ্যতা এবার যাদের আছে সবারই ১৬+ স্কোর আছে। আর যাদের রেজাল্ট মোটামুটি মানে ৮.৫০ তাদের ১৭+ সিউর হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন ফিঃ
- A,B,C,E – ৯০০ টাকা
- C1,D,F – ৬০০ টাকা