প্রবেশনারি অফিসার ও কেন্দ্র ব্যবস্থাপক। প্রথমতো আপনাকে বুঝতে হবে কোনটা কোন গ্রেডের জব। প্রবেশনারি অফিসার ৯ম গ্রেড আর কেন্দ্র ব্যবস্থাপক ১৫তম গ্রেড। তাই আপনারা এটা নিয়ে তালগোল পাকিয়ে ফেলবেন না। দুইটার বেতন কাঠামো আলাদা। কাজের ধরণ আলাদা। শিক্ষাগতা যোগ্যতা ও আলাদা।
প্রবেশনারি অফিসার ( ৯ম গ্রেড):
এটা ব্যাংকের সিনিয়ার অফিসার পদ। বেতন ১ বছর পর ৪০ হাজার+-। কাজের চাপ বলতে পুরা কেন্দ্রের দায়িত্ব আপনার। চলমান নিয়োগ প্রক্রিয়ার লিখিত ফলাফল আগামী মাসে পাবেন। সব ঠিক থাকলে ঈদের পরপরি ভাইবা শুরু। অনেকে বলছে ২০০+ লোক নিবে..! আসলে এতো কম নিবে না। সংখ্যা টা বেশি।( অথেনটিক তথ্য পেলে জানাবো)। এবার কাটমার্ক প্রসঙ্গ। পরীক্ষা নিয়েছে DU এর একটা ডিপার্টমেন্ট। যতোটুকু তথ্য পাওয়া গেছে। MCQ পার্টে ৬০ মার্কে ৪৫ পেলে হবে। আর যারা ইন্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড তাদের পরীক্ষা ইদের পর হবে।( সোর্স GB) ( কম সংখ্যক লোক নিবে।
কেন্দ্র ব্যবস্থাপক ( ১৫ গ্রেড) :
এটার লিখিত শেষ এখন ভাইবার জন্য কল করা হচ্ছে এলাকা ভিত্তিক ভাইবা নিচ্ছে। আপনার কাজ ঋণ আদায় করা। সোজা কথা কিস্তি তোলা। বেতন প্রথম ১ বছর অনেক কম তারপর নিয়মনুসারে। এ পদে অনেক বেশি নিয়োগ দেওয়া হয়। এবারো হবে। বাকি তথ্য পেলে জানিয়ে দিবো।
শুভ কামনা
অভি দীপ্ত।
প্রাক্তন প্রবেশনারি অফিসার।
গ্রামীণ ব্যাংক।