আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি ফলাফল ২০২৩

AFMC (২০২২-২৩) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল। এএফএমসি ক্যাডেট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত ৯৯ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) নির্বাচিত প্রার্থীদেরকে পার্শ্বে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য এএফএমসি, ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

রেজাল্ট লিংক: http://afmc.teletalk.com.bd

 

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি ফলাফল ২০২৩

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত ১৬০ জন প্রার্থীকে রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদেরকে পার্শ্বে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এএফএমসি, ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

৩. প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (এএমসি ক্যাটাগরি) এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (এএফএমসি ক্যাটাগরি) -র জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও নাগরিকত্বের সনদপত্র এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপরে উল্লেখিত সময়ে এএফএমসি ক্যাম্পাসে
উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এছাড়া কোটাভুক্ত প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে।

  • ক) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও পুত্র-কন্যাদের পুত্র-কন্যা হিসেবে প্রার্থীকে তাদের পিতা/মাতা/পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে। এছাড়া প্রার্থী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং প্রার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) -র সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • খ) উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও উপজাতীয়তা প্রমাণ সার্টিফিকেট।
    গ) সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গের (চাকরিরত/অবসরপ্রাপ্ত) সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র।
  • ঘ) প্রার্থী কর্তৃক প্রদত্ত সনদপত্র বা তথ্য ভুল প্রমাণিত হলে তার ফলাফল/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

৪. এএমসি ক্যাটাগরির প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও আইএসএসবি তে উত্তীর্ণ হলেও সেনাসদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সংখ্যক প্রার্থী মেধা ও কোটার ভিত্তিতে অত্র কলেজে এএমসি ক্যাডেট হিসাবে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

৫.  উল্লেখিত তারিখের পর কোন প্রার্থীকে পরবর্তীতে আর কোন মেডিকেল ও মৌখিক পরীক্ষার জন্য গণ্য করা হবে না। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৬. পরীক্ষার ফলাফল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং নিম্নলিখিত ওয়েবসাইটেও পাওয়া যাবে afmc.edu.bd অথবা afmc.teletalk.com.bd

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা (সম্পূর্ণ আবাসিক) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। Army …