মাস্টার্স প্রিলিমিনারি ১৬-১৭ সেশনের ভর্তির সার্কুলার প্রকাশিত। আবেদন চলবে ০৫/০৬/১৮ থেকে ২৬/০৬/১৮ তারিখ পর্যন্ত….

মাস্টার্স প্রিলিমিনারি ২০১৬-১৭ সেশন:
১. যারা ২০০৪ থেকে ২০১৬ সালে ডিগ্রি পাস করেছেন তারা এই সেশনে এপ্লাই করতে পারবেন।
২. প্রাইভেট পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রাইভেটের জন্য আলাদা সার্কুলার দেওয়া হবে।
৩. ২০০৪-০৫ সালের মাস্টার্স প্রথম পর্ব সিলেবাস অনুযায়ী এই সেশনের কার্যক্রম শুরু হবে। (পুরাতন সিলেবাস)
৪. উক্ত সেশনে ৪ টা বিষয় পড়তে হবে।
৫. জুলাই ১৫ তারিখ ক্লাস শুরু হবে।
৬. ০৫/০৬/১৮ থেকে ২৬/০৬/১৮ তারিখ পর্যন্ত অনলাইনে এপ্লাই করে কলেজে ৩০০ টাকা সহ আবেদন ফর্ম জমা দিতে হবে।
৭. ডিগ্রি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
৮. ১ম মেধা তালিকারর পর ২য় মেধা তালিকা দেওয়া হবে তারপর প্রয়োজন অনুসারে একাদিক রিলিজ স্লিপ দেওয়া হবে।
৯. সরকারি কলেজে ভর্তি ফি ২৫০০-৩৫০০ টাকা পর্যন্ত লাগতে পারে।

→সার্কুলার লিংক
Notice regarding online application for preliminary to masters (regular) admission 2016-2017

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …