আমার চোখে, আমার বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিচিতি। The Beauty Of Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University, Gazipur.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিচিতি
এক নজরে আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত
⬛দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় (পাবলিক)
🟪IQAC ( Institutions Quality Assurance Cell) এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের র্যাংকিং এর ১ নম্বর বিশ্ববিদ্যালয়, লাইফ সাইন্স জনরার র্যাংকিং – ১ম
⬜সিট সংখ্যা ৩৬০
🟩প্রতিষ্ঠাকাল : ১৯৯৮ সাল
🟥আয়তন ১৮৭ একর
⬛ফ্যাকাল্টি সংখ্যা ৭ টি,; সূত্র : BSMRAU অফিশিয়াল ওয়েবসাইট
🟧ডিপার্টমেন্ট : ৪৯ টি
🟩Degree : ৪ টি, (B.s, DVM, M.s, Phd)
⬜হল সংখ্যা : ৪ টি
উল্লেখযোগ্য বিষয়বস্তু : সেশন জট মুক্ত আমাদের এই ক্যাম্পাস আমার মতে পরিবেশ, পড়াশোনার কৌশল এবং সামগ্রিক সফলতার দিক থেকে দেশের সর্বোচ্চ র্যাংকিং এ রয়েছে, একটি রিসার্চ সেন্টার এবং Phd প্রদানকারী Institute থেকে ভার্সিটি হিসেবে যাত্রা শুরুর পর থেকে, সদা সর্বদা বিশ্বের সর্বোচ্চ গবেষনা পর্যায়ে নেতৃত্ব এবং প্রতিযোগিতামূলক বিশ্বে কৃষি ক্ষেত্রে দক্ষ মানুষ ও সুশিক্ষিত হওয়ার প্রয়াসে আমরা রয়েছি সমুন্নত
জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি, প্রগতি আমাদের মূলমন্ত্র, এই মূলমন্ত্র কে প্রাণে রেখেই আমি গর্বের সাথে বলতে পারি.. ” আমি গর্বিত, আমি বশেমুরকৃবির শিক্ষার্থী, আমার হাত ধরেই দেশের আগামী প্রগতির জয়ধ্বনি লিখা হবে ”
Copyright Reserved By : চিত্রপ্রভা
Device Used : Canon m50ii + 15mm 3.5/f wide lense