জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (২০২৩-২৪) ভর্তির তথ্য। শিক্ষার্থী প্রথমে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে। প্রথম অবস্থায় চান্স না পেলে পরবর্তীতে ৫টি কলেজে আবেদন করতে পারবে। এরপরও চান্স না পেলে আরও ৫টি কলেজে আবেদন করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির কলেজ নির্বাচন পদ্ধতিঃ
- ১. এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কেমন পয়েন্ট আছে।
- ২. এমন কলেজ চয়েস তালিকায় রাখতে হবে যেন প্রথম অবস্থাতেই চান্স হয়ে যায়।
- ৩. বিষয় চয়েস করার সময় পছন্দের বিষয় গুলো প্রথম তালিকায় রেখে বাকী গুলা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৪
যাদের মোট পয়েন্ট ৮.৫০ এর কম আছে তারা উপজেলা পর্যায়ের কলেজ চয়েস দিবেন। যাদের মোট পয়েন্ট ৭.০০-৮.৫০ এর মধ্যে তারা অনেক বিভাগীয়/জেলা পর্যায়ের কলেজ চয়েস দিলে চান্স হবে না। এজন্য উপজেলা পর্যায়ের কলেজে চয়েস দিবেন বা কোনো বেসরকারি কলেজ। আবার যাদের মোট জিপিএ পয়েন্ট ৮.৫০ থেকে ৯.৫০ আছে- তারা মোটামুটি ভালো কলেজ চয়েস করতে পারেন। যাদের মোট জিপিএ পয়েন্ট ৯.৫০-১০.০০ আছে তাঁরা একদম ভালো কলেজে ভালো বিষয় চয়েস করতে পারবেন।
উল্লেখ্য যে ইংরেজি/গণিত বিষয় পেতে চাইলে অবশ্যই মোট পয়েন্ট ৯ থাকতে হবে। আর বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পেতে চাইলে মোট পয়েন্ট থাকতে হবে ৮.৫০-১০ এর মধ্যে থাকতে হবে l এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।আবেদন করার সময় দেখতে পারবে কি কি সাবজেক্ট আছে আপনার সিলেক্ট করা কলেজে এবং আপনার গ্রুপ ও পয়েন্ট অনুপাতে সাবজেক্টগুলো শো করবে l
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদনের যোগ্যতা-
- SSC পাশের সনঃ ২০২০ এবং ২০২১
- HSC পাসের সনঃ ২০২২ এবং ২০২৩
- সাইন্স এবং কমার্সঃ SSC: ৩.৫০ + HSC: ৩.৫০
- মানবিক শাখার জন্যঃ SSC: ৩.৫০ + HSC: ৩.০০
উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।