অনার্স ভর্তি আবেদন লিংক ২০২৪ – NU Admission Apply Link

অনার্স ১ম বর্ষের (২০২৩-২৪) ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ১১/০২/২০২৪ তারিখ পর্যন্ত। যেকোনো কম্পিউটার দোকান থেকে কিংবা বাসায় বসে কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।(ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুসরণ করবেন)। অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।

প্রাথমিক আবেদনে ১টি মাত্র কলেজ নির্বাচন করতে পারবেন। একটি কলেজের eligible বিষয়গুলার মধ্যে একাধিক বিষয় সিলেক্টকরেও পছন্দক্রম সাজিয়ে সাবমিট করতে পারবেন। যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়বেন নাহ, সেই সাবজেক্ট পছন্দক্রমে দিবেন নাহ। আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবে। (কলেজ নোটিশ অনুসরণ করবেন)। অনার্স ১ম বর্ষের ভর্তির অনলাইনে আবেদন ২২/০১/২০২৪ ইং তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১/০২/২০২৪ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

 

আবেদন লিংকঃ http://app1.nu.edu.bd/

 

অনার্স ভর্তি আবেদন লিংক ২০২৪ – NU Admission Apply Link

 

অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন করতে যা যা লাগবে

  • এস এস সি এইচ এস সি মূল মার্ক সিট,
  • এডমিট কার্ড SSC ও HSC,
  • দুই কপি ছবি,
  • ২৫০ টাকা,
  • আবেদন কপি কলেজ অফিসে জমা দিতে হবে অবশ্যই নইলে আবেদন বাতিল হবে।

আবেদন যোগ্যতা:

  • মানবিক বিভাগঃ এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)
  • বিজ্ঞান ও ব্যবসায় বিভাগঃ এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)
  • পাশের সনঃ এসএসসি – ২০২০/২০২১ ও এইচএসসি – ২০২২/২০২৩

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …