২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে। মাস্টার্স ১ম পর্ব (২০১৮-১৯) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের অনলাইন আবেদন শুরু হবে ২৭/০২/২০২৩ তারিখ হতে ১৬/০৩/২০২৩ পর্যন্ত। প্রতি পত্র পুনঃনিরীক্ষণ ফি ৮০০/- (আটশত টাকা)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।
মাস্টার্স ১ম পর্ব বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ – মাস্টার্স ১ম পর্ব পুনঃনিরীক্ষণের আবেদন
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) এবং প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফল-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২৭/০২/২০২৩ তারিখ সোমবার সকাল ১০:০০ টা থেকে ১৬/০৩/২০২৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত Online-এ আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।
পে-স্লিপ সংগ্রহ সাইট জমাদানের নিয়মাবলীঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়েরওয়েব 103.113.200.36/PAMS/ICTUnit / Re_scruting.aspx থেকে Online – এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে
- অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন : AMERICAN EXPRESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online -এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে।
- নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না।
- ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
- উল্লেখ্য, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্ৰ ৮০০/- (আটশত) টাকা।