ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি তথ্য ২০২৩ – মানবন্টন ও আসন সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় (২০২২-২৩) শিক্ষাবর্ষ ইউনিটভিত্তিক ভর্তি বিজ্ঞপ্তি (বিজ্ঞান ইউনিট)। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি নির্দেশিকা। ভর্তি পরীক্ষা : ১২ মে ২০২৩ শুক্রবার, সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্মেসী অনুষদে ৫ (পাঁচ) বছর মেয়াদের এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউটে ৪ (চার) বছর মেয়াদের।