বিইউপিতে পড়তে কেমন খরচ হয়? অনেকে এই প্রশ্ন করেছ। এই পোস্টে বিইউপিতে আন্ডারগ্র্যাজুয়েট করতে ৪ বছরে মোট কত খরচ হয় সে ব্যাপারে একটা ধারণা দেওয়া হলো।
BUP এর খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য
পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সবার মধ্যে একটা ধারণা আছে যে, পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই সম্পূর্ণ ফ্রি-তে পড়াশুনা। সম্পূর্ণ ফ্রি- ব্যাপারটা আসলে ঠিক না। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ই স্টুডেন্টদের কাছ থেকে নির্দিষ্ট কিছু একাডেমিক ফি নেয়। কোনোটায় কিছু বেশী, কোনোটায় কিছু কম। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপির খরচ তোমাদের কাছে কিছু বেশি মনে হলেও, বলে রাখা ভালো, বিইউপি স্টুডেন্টদেরকে শিক্ষাক্ষেত্রে যে পরিমান ফ্যাসিলিটিস দেয়, সেটা অসামান্য & যদি কেউ ভাবো যে বিইউপি প্রাইভেট তাহলে একটু কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ এর খরচ কত তা যেনে তারপর প্রশ্ন করবে।