প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই সংলগ্ন ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ [১০ম গ্রেড] এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই সংলগ্ন “পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক [১০ম গ্রেড]” এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই সংলগ্ন “পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক [১০ম গ্রেড]” এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৭ এপ্রিল ২০১৯ তারিখে ৫২ নম্বর বিজ্ঞপ্তি জারি হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে [Provisionally] উত্তীর্ণ হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ফলাফল ২০২৩
২. প্রকাশিত ফলাফলে গুরুতর [Substantive] ত্রুটির কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর [Substantive] ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল গণ্য হবে ।
৩. লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] এ পাওয়া যাবে।
৪. পিটিআই সংলগ্ন “পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক [১০ম গ্রেড]” লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র BPSC Form-5A [ Applicant’s Copy] বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ০৫ মার্চ ২০২৩ তারিখ হতে ১৯ মার্চ ২০২৩ তারিখ [প্রতি কর্মদিবসে সকাল ১০:০০ টা
থেকে অপরাহ্ন ৩:০০ টা পর্যন্ত] পরিচালক [ইউনিট-১১] বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা প্রদান করতে হবে।
ক. প্রবেশপত্রের কপি
খ. BPSC Form- 5A [ Applicant’s Copy] ;
গ. বয়স প্রমাণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি ; ‘ও’ লেভেল এবং ‘এ ‘ লেভেল ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ;
ঘ. শিক্ষাগত যোগ্যতার এবং সংশ্লিষ্ট সকল সনদের মূল ও সত্যায়িত কপি ;
ঙ. কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯.০৬.২০১৭ তারিখের ৭৭২ নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী “লাল মুক্তিবার্তা” অথবা “ভারতীয় তালিকা’র” সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website-এ প্রকাশিত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত তালিকা জমা দিতে হবে । আবেদনে উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকা” অথবা উপস্থাপিত উভয় তালিকার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website-এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে ;
চ. কোনো মুক্তিযোদ্ধার নাম “লাল মুক্তিবার্তা” কিংবা “ভারতীয় তালিকায়” না থাকলে প্রার্থীকে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত গেজেট ও সাময়িক সনদ অথবা গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কর্তৃক প্রদত্ত সনদ অথবা গেজেট, সাময়িক সনদ ও বামুস সনদের সত্যায়িত কপি।
ছ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ;
জ. সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশের সত্যায়িত কপি ;
ঝ. সরকারি/আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল ও সত্যায়িত কপি ;
ঞ. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল ও সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
ট. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে ;
ঠ. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি ;
ড. অনধিক ৩ মাস পূর্বে তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
৬. উল্লেখিত প্রতিটি ডকুমেন্টের উপরে প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে এবং ডাকযোগে প্রেরিত আবেদনপত্র/কাগজপত্র/তথ্যাদি নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে না পাওয়া গেলে/জমাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৭. মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
৮. হাতে হাতে উপরোক্ত কাগজপত্র/তথ্যাদি জমাদানের ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে জমা প্রদান করতে হবে।