শক্তি ফাউন্ডেশন ফর এ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শক্তি ফাউন্ডেশন ফর এ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। ৯৭ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা “শক্তি ফাউন্ডেশন ফর এ্যাডভান্টেজড উইমেন” এ নিয়োগ বিজ্ঞপ্তি। “শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮), যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৭ ফেব্রুয়ারি ২০২৩।

 

শক্তি ফাউন্ডেশন ফর এ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

unnamed-2023-02-20-T153320-140

 

অন্যান্য সুযোগ-সুবিধা:

১) ১-৩ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে,

২) সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা (৭৫০-২৫০০/- টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী) বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব বোনাস সুবিধা,

৩) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা,

৪) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার
প্রকৃত খরচ সংস্থা বহন করবে,

৫) সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান,

৬) নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস স্ব-বেতনে ও ৬ (ছয়) মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন, ৭) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ,

৮) সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা,

৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের
ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা এবং

১০) নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

প্রশিক্ষণ ফি:

  • প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের জন্য ৫,০০০ টাকা জমা দিতে হবে।

জামানত:

  • ০৫ নং পদের জন্য জামানত বাবদ ১৫০০০/- টাকা জমা দিতে হবে।
    আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী:

উল্লেখিত ১-৩ নং পদের শিক্ষানবিশকাল ৬ মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ০২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকুরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে,

 

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দু’জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী মার্চ ১৭, ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে * খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে *সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে।

 

  • শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে
  • অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই
  • নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে * লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti – 01817-031440) এর মাধ্যমে জানানো হবে।
  • শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতিত আর্থিক লেনদেন করে না।
  • নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো।
  • নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৫০ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা “পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF)” এ নিয়োগ বিজ্ঞপ্তি। “ …