পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভারি ২০২৩। পরিবার কল্যাণ পরিদর্শিকা ১০৮০ পদের এমসিকিউ পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যারা আইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা অনেক চিন্তিত। পরীক্ষা যেহেতু হবে সেহেতু আপনারা আবেদন কারার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরে আইডি পাসওয়ার্ড সহ ম্যাসেজ যাবে। যদি এসএমএস কেউ না পেয়ে থাকেন তাহলে http://dgfp.teletalk.com.bd/ এই সাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন।
ইউজার আইডি রিকভারি করার সময় আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার ফোন নম্বর চাইবে। ৩টা তথ্যই আপনি আবেদন করার সময় যা যা দিয়েছিলেন সেইম টু সেইম দিয়ে রিকভারি করতে হবে। একটা ডট বা স্পেসও যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না।
ইউজার আইডি রিকভারি লিংকঃ http://dgfp.teletalk.com.bd/dgfp1/invoice.php

ইউজার আইডি রিকভারি করার পরে পাসওয়ার্ড রিকভারি করবেন।
পাসওয়ার্ড রিকভারি লিংকঃ http://dgfp.teletalk.com.bd/dgfp1/pass.php

অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড লিংক: dgfp.teletalk.com.bd/dgfp1/copy.php

এরপর রিকভারি করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিচের লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিবেন।