মেগা পোষ্টঃ ডিগ্রী পুরাতন(২০১২-১৩) সিলেবাস ফলাফল ও আপনার জিজ্ঞাসা….

Degree Result calculation  And

Masters er Pratomik Darona DEGREE 3RD yr 2012-13

 

জেনে নিন কত মার্কস এ কোন

ডিভিশন:

 

১. ৮৪০-১৪০০= পেলে ১ম ডিভিশন

২. ৬৩০-৮৩৯= পেলে ২য় ডিভিশন

৩. ৪৬২-৬২৯= পেলে ৩য় ডিভিশন।

 

তবে এবারের ডিগ্রি পরীক্ষায়

 বেশীরভাগ ছাত্রছাত্রী সেকেন্ড

 ডিভিশন পেয়েছে।

 

ফার্স্ট ডিভিশন= ১০%, সেকেন্ড

ডিভিশন=৬০%, থার্ড ডিভিশন=

২০% & ফেইল= ১০%

 

Details More Given below…

ডিগ্রী রেজাল্ট, নিয়মাবলী &

মাষ্টার্স

রেজাল্ট..

___কিছু_নিয়মাবলী______

 

(৪) প্রতি বিষয়ের পাশ মার্ক ৩৩।

 

(৫) পুরাতন সিলেবাসে মোট ১৫০০

মার্ক।

 

(৬) ইংরেজী নন ক্রেড়িট, কিন্তু

কাউন্টেবেল।

 

(৭) ইংরেজীতে ৩৩ বাদে বাকী নাম্বর

যোগ করা হয়।

 

(৮)বাংলা, ইংরেজি, বা.অ.ইতিহাস

পৃথক পৃথক ভাবে ৩৩ পেয়ে মার্ক

পেয়ে পাশ করতে হবে।

 

(৯) গ্রুপিং ৪গুচ্ছ বিষয়কে ১টি বিষয়

দরা হয়।

 

(১০)৪টি গুচ্ছ বিষয়ে মোট ১৩২যা

গড়ে ৩৩এ পাশ।

 

(১১) গুচ্ছ বিষয়ের মধ্যে ফেল

থাকলে সমস্যা নাই।

 

যেমন- Acc 1st = 50, Acc 2nd

=12 , Acc 3rd = 35 & Acc 4th

=35

 

(১২) ৩য় বর্ষের ফাইনাল রেজাল্টে

3rd Classবা ফেল আসলে ২টি

বিষয়ে ইম্প্রুভমেন্টের সুযোগ

দিবে।

 

630 2nd Class, 840 = 1st Class

আর  পাশ করার জন্য……

 

৩৩+৩৩+৩৩+(১৩২+১

৩২+১৩২)=৪৯৫ লাগবে

 

# __ভবিষ্যৎ________

(১৩) ডিগ্রী পাশ করার পরে

মাষ্টার্স ভর্তি হতে পারবে।

 

(১৪) মাষ্টার্স ২বছর,

ডিগ্রী পাশ করে মাষ্টার্স ১ম পর্বে

ভর্তি,

মাষ্টার্স ১ম পর্ব পাশ করার পরে

২য় পর্বে।

কিন্তু, অনার্স পাশ করে সরিসরি

মাষ্টার্স ২য় বর্ষে।

 

(১৫) মাষ্টার্সে ভর্তি অনেক

প্রতিযোগিতামূলক,

অনলাইনে আবেদন করতে হবে >

কলেজ চয়েজ করতে হয়> বিষয়

চয়েজ করতে হয়> ভর্তির রেজাল্ট

দিবে > মেধা তালিকা দিবে > চূডান্ত

ভর্তি।

 

(১৬) চয়েজ বিষয়ে অবশ্যই বেশি

নাম্বার থাকতে হবেবে। ভর্তি নিয়ে

এ গ্রুপে & আমার এড়মিশন গ্রুপে

তখন আরো বিস্তারিত লিখবো।

 

(১৭) চয়েজ বিষয়ের মধ্যে যে গুচ্ছ

বিষয় গুলোতে মোট নাম্বার যদি

প্রতিযোগীদের তুলনায় বেশি হলে

ঐ বিষয় পাবে।

 

(১৮) মাষ্টার্সের বিষয় চয়েজ

দেয়ার জন্য ডিগ্রীতে নূন্যতম ৪০০

নম্বরের কোর্স/বিষয় থাকতে হয়।

 

(১৯) মাষ্টার্সে ফাইনালে বিষয়

পরিবর্তন করা যায় না।

 

(২০) ডিগ্রী পাশ করে অার কি কি

করা যাবে, সেই ব্যাপারে পরে অন্য

কোন দিন লিখবো।

 

লেখনি স্বত্ব: Azadur Rahaman, Absar ,Md Hasan Sumon.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …