ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ২০২৩ প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার মোট আসন সংখ্যা ৬০৮৫টি, বেড়েছে ১২০ টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পুনর্গঠিত ৪টি ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  1. ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ মে,
  2. বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে,
  3. ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে, এবং
  4. চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থী। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের জন্য লড়াই করবে।

  • ক ইউনিটে -৬৯ জন,
  • খ ইউনিটে-৪২ জন,
  • গ ইউনিটে-৪০ জন,
  • চারুকলা -৫৫ জন!

 

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৩৬৮জন। আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এ পর্যন্ত ৭ হাজার ৯৬টি আবেদন পড়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ২০২৩

‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সব ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষার কমিটির সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। পরে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয় চূড়ান্ত করা হয়।
এদিকে, ২০২১-২২ শিক্ষাবর্ষে চেয়ে এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শতাধিক আসন বাড়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। গতবার ৫টি ইউনিটে মোট আসনসংখ্যা ছিল ৫ হাজার ৯৬৫টি। এবার সেটি বেড়ে ৬ হাজার ৮৫টি করা হয়েছে। অর্থাৎ, এবার আসন বাড়ছে ১২০টি। সাধারণ ভর্তি কমিটির সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। তবে ইউনিটভিত্তিক আসনসংখ্যা ভর্তি নির্দেশিকায় দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাধারণ ভর্তি কমিটির সভার কার্যবিবরণীতে বলা হয়, পুনর্গঠিত ৪টি ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আসনসংখা হবে ৬ হাজার ৮৫টি। নির্ধারিত আসনসংখ্যার মধ্যে কোটার আসনও অর্ন্তভুক্ত থাকবে। তবে ওয়ার্ড কোটা (শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কোট) স্বতন্ত্রভাবে বিবেচিত হবে।
এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের অধীনে মোট আসন ছিল ৫ হাজার ৯৬৫টি। সেবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৮৫টি, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ৯৩০টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩০টি আসন ছিল।
এবার ভর্তি পরীক্ষায় সমন্বয়ক থাকবেন বিজ্ঞান ইউনিটে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক মো. জিল্লুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ব্যবসায় শিক্ষা ইউনিটে ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, চারুকলা ইউনিটে অধ্যাপক নিসার উদ্দিন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা (সম্পূর্ণ আবাসিক) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। Army …