একাদশ শ্রেণির ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে ২০২৩

একাদশ শ্রেণির ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে প্রস্তুত করে রাখুন। একাদশ শ্রেণির ভর্তিতে প্রয়োজনীয় কাগজ-পত্রের তালিকা ২০২৩। কলেজে ভর্তির সময়সীমা ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভর্তি ফরম নিজ নিজ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। বি.দ্রঃ কিছু কিছু কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করার ব্যবস্থা রাখছে।

 

একাদশ শ্রেণির ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে ২০২৩

322111153-753362062333645-6878878597852228218-n

 

কলেজে যা যা জমা দিতে হবে দেখে নিন:

  • এস.এস.সি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • এস.এস.সি পরীক্ষার মূল প্রশংসাপত্র।
  • কলেজ ভর্তি ফরমের ডাউনলোডকৃত কপি। (স্ব স্ব কলেজ ওয়েবসাইটে পূরনকৃত ভর্তির ফর্ম)
  • পাসপোর্ট সাইজের ছবি – ০৪ কপি, স্ট্যাম্প সাইজের ০১ কপি (ছবির পিছনে পুরো নাম ও বিভাগ লিখবেন)
  • মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের ০২ সেট ফটোকপি।
  • কোটার সনদপত্র।(যারা মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করেছিলো)
  • ভর্তি ফি। (সরকারি কলেজে ৩০০০ এর মধ্যে, সিটি কর্পোরেশন কলেজগুলোতে ১ মাসের বেতনসহ ৪০০০ এর মধ্যে, এবং বেসরকারিতে ৫০০০-৬০০০ টাকা লাগবে)

 

২য় পর্যায়ের আবেদনের ফলাফল এবং ১ম মাইগ্রেশান ফলাফল একসাথে ১২/০১/২০২৩ তারিখ রাত ৮ টায় প্রকাশিত হবে।

 

অথবা,

কলেজে ভেদে ভিন্ন হতে পারে তা দেখে নিন:

  • এসএসসি পাশের মূল মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি পাশের মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র বা এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি। ( বি.দ্রঃ কলেজ ভেদে ছবির সংখ্যা ভিন্ন হতে পারে)
  • পিতা/মাতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। ( যদি কলেজ থেকে সত্যায়িত চায়)
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ২ কপি সত্যায়িত ফটোকপি।
  • কোটা সনদপত্র- যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য।

 

এসএসসি পাশের মূল মার্কশীট, প্রশংসাপত্র, এ্যাডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি ভর্তির সময় কলেজে জমা দিতে হবে তাই এইগুলোর বাড়তি কিছু ফটোকপি করে নিজের কাছে রেখে দিবেন, নয়তো প্রয়োজনের সময় কলেজ থেকে উঠাতে গেলে বিড়ম্বনায় পড়তে পারেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2022

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২০২৩ – ৩য় পর্যায়ের রেজাল্ট

একাদশ শ্রেণির ভর্তির শেষ মাইগ্রেশান রেজাল্ট এবং ৩য় পর্যায়ে আবেদনের রেজাল্ট একসাথে ওয়েবসাইটে প্রকাশ করা …