শিখো প্রথম আলো ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজ, গোবিন্দপুর জিপিএ-৫ উৎসব ২০২৩। প্রথম আলো ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজ, গোবিন্দপুর জিপিএ-৫ উৎসব। শিখো প্রথম আলো ঠাকুরগাঁও জিপিএ-৫ উৎসব ২০২৩। চট্টগ্রামের ফয়েস লেক থেকে হবে এই আয়োজনের শুরু।
তারপর বাংলাদেশের ৬৪টি জেলার জিপিএ-৫ প্রাপ্ত সব কৃতী শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে যাব স্মারক, সনদ এবং দারুণ সব উপহার ও সারপ্রাইজ নিয়ে। এসএসসি 2022 জিপিএ 5 কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। যারা যারা রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করুন। প্রতিটি জেলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২২ জানুয়ারি ২০২৩ ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজ, গোবিন্দপুর জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হবে।
লিঙ্কঃ https://www.gpa5reception.com/
শিখো প্রথম আলো ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজ, গোবিন্দপুর জিপিএ-৫ উৎসব ২০২৩
শিখো প্রথম আলো আবেদন কপি ২০২৩
ঠাকুরগাঁও শিখো প্রথম আলো উৎসব তথ্যঃ
- স্থান : ঠাকুরগাঁও, ইকো পাঠশালা এন্ড কলেজ, গোবিন্দপুর
- তারিখ : ২২ জানুয়ারি ২০২৩, সোমবার।
- সময় : সকাল ৮টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট।
সংবর্ধনায় যা পাবে
- ক্রেস্ট
- সার্টিফিকেট
- প্রথম আলো ই-পেপার ফ্রি সাবস্ক্রিপশন (১ মাস)
- চরকি ফ্রি সাবস্ক্রিপশন (১৫ দিন)
- শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স
- ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্সসহ আরও অনেক কিছু
- সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে প্রবেশ টিকিট
- রাইডে ওঠার সুযোগসহ নানান আয়োজন
- তোমাদের সাফল্যের আনন্দ উদযাপন করতে সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল, তীরন্দাজসহ আরও অনেক শিল্পী ও সুধীজন উপস্থিত থাকবেন
ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনের দিন অনলাইনে নিবন্ধিত শিক্ষার্থীদের ই-আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি, এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
তোমার শহরে, ৬৪ জেলাতে এ মাস থেকেই আসছি আমরা নিবন্ধন করতে আজই লগইন করো।