জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা ২০২৩। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র সহযোগিতায় আবার আয়োজিত হচ্ছে জিপিএ–৫ কৃতী সংবর্ধনা ২০২২। সারা দেশে ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হবে। নিবন্ধন শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২২
শিখো প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০২৩
শিখো প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০২৩ যোগ্যতাঃ
- শিক্ষার্থীকে অবশ্যই ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেতে হবে।
- প্রতিটি জেলায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে, সবাই নিজ জেলা থেকে অংশগ্রহণ করবে।
- কোন জেলায় কোন দিন অনুষ্ঠান সব জানিয়ে দেওয়া হবে।
- সংবর্ধনায় শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে, সঙ্গে অভিভাবক ও পরিচিত বন্ধুবান্ধব আনতে পারবে না।
- সংবর্ধনা আয়োজনের দিন অনলাইনে নিবন্ধিত শিক্ষার্থীদের ই–আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
পড়াশোনার ডিজিটাল দুনিয়া শিখোকে সঙ্গে নিয়ে আট বছর পর আবার প্রথম আলো আসছে তোমার শহরে তোমার ভালো ফলের আনন্দ একসঙ্গে উদ্যাপন করতে। সংবর্ধনায় অংশ নিতে এখনই নিবন্ধন করো।
শিখো প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা নিয়মাবলিঃ
- শিক্ষার্থীকে অবশ্যই ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী নিজ জেলায় সংবর্ধনা আয়োজনে অংশ নিতে হবে।
- সংবর্ধনা আয়োজনের দিন অনলাইনে নিবন্ধিত শিক্ষার্থীদের ই–আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
- সংবর্ধনায় শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে, সঙ্গে অভিভাবক ও পরিচিত বন্ধুবান্ধব আনতে পারবে না।
- আয়োজকেরা সংবর্ধনা আয়োজনের ব্যাপারে যেকোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন ও সিদ্ধান্ত নিতে পারবেন।
শিখো প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০২৩ নিয়মাবলিঃ
- লিংকঃ https://www.gpa5reception.com/
- বাংলায় নাম ও ইংলিশে ফোন নাম্বার দিবে।
- ফোন নাম্বারে পাঠানো OTP দিবে।
- OTP না গেলে ফোন নাম্বার পরিবর্তন কর অথবা অন্য সময় চেষ্টা করো।
- পাসওয়ার্ড সেট করবে।
- বিভাগ ও জেলা দিবে সিলেক্ট করবা।
- রোল ও রেজি দিয়ে শেষ
শিখো প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা সংবর্ধনায় যা পাবেঃ
- ক্রেস্ট,
- সার্টিফিকেট,
- প্রথম আলো ই–পেপার ফ্রি সাবস্ক্রিপশন (১ মাস),
- চরকি ফ্রি সাবস্ক্রিপশন (১৫ দিন) ও
- শিখো স্কলার্স।