শিখো প্রথম আলো কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি জিপিএ-৫ উৎসব ২০২৩। প্রথম আলো কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি জিপিএ-৫ উৎসব। শিখো প্রথম আলো কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি জিপিএ-৫ উৎসব ২০২৩। চট্টগ্রামের ফয়েস লেক থেকে হবে এই আয়োজনের শুরু।
তারপর বাংলাদেশের ৬৪টি জেলার জিপিএ-৫ প্রাপ্ত সব কৃতী শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে যাব স্মারক, সনদ এবং দারুণ সব উপহার ও সারপ্রাইজ নিয়ে। এসএসসি 2022 জিপিএ 5 কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। যারা যারা রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করুন। প্রতিটি জেলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২০ জানুয়ারি ২০২৩ কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হবে।
লিঙ্কঃ https://www.gpa5reception.com/
শিখো প্রথম আলো কক্সবাজার বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি জিপিএ-৫ উৎসব ২০২৩
শিখো প্রথম আলো আবেদন কপি ২০২৩
কক্সবাজার শিখো প্রথম আলো উৎসব তথ্যঃ
- স্থান : কক্সবাজার, বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি।
- তারিখ : ২০ জানুয়ারি ২০২৩।
- সময় : সকাল ৮টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট।
সংবর্ধনায় যা পাবে
- ক্রেস্ট
- সার্টিফিকেট
- প্রথম আলো ই-পেপার ফ্রি সাবস্ক্রিপশন (১ মাস)
- চরকি ফ্রি সাবস্ক্রিপশন (১৫ দিন)
- শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স
- ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্সসহ আরও অনেক কিছু
- সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে প্রবেশ টিকিট
- রাইডে ওঠার সুযোগসহ নানান আয়োজন
- তোমাদের সাফল্যের আনন্দ উদযাপন করতে সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল, তীরন্দাজসহ আরও অনেক শিল্পী ও সুধীজন উপস্থিত থাকবেন
কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনের দিন অনলাইনে নিবন্ধিত শিক্ষার্থীদের ই-আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি, এসএসসি ও সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
তোমার শহরে, ৬৪ জেলাতে এ মাস থেকেই আসছি আমরা নিবন্ধন করতে আজই লগইন করো।