গ্রাম উন্নয়ন কর্ম গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৪৯৪ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। গ্রাম উন্নয়ন কর্ম গাক নিয়োগ ২০২৩। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গ্রাম উন্নয়ন কর্ম গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

 

গ্রাম উন্নয়ন কর্ম গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

১। সিনিয়র জোনাল ম্যানেজারঃ

  • পদ সংখ্যা ৪টি।
  • বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক । সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা, ২০-২৫টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
  • মাসিক বেতন সর্বসাকুল্যে ৬০,৪৭১/- থেকে ৬৫,৩৪৩/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ)।
  • এছাড়াও শাখা পরিদর্শনে মাসে ৫,০০০/- থেকে ৬,০০০/- টাকা রাত্রী যাপন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে । অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ ।

২। এরিয়া ম্যানেজারঃ

  • পদ সংখ্যা ১০টি ।
  • বয়স সর্বোচ্চ ৪৫ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান/স্নাতক । সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪-৬টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে ।
  • মাসিক বেতন সর্বসাকুল্যে ৫১,৮১৩/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ) ।
  • এছাড়াও শাখা পরিদর্শনে মাসে ৪,৫০০/- থেকে ৫,৫০০/- টাকা রাত্রী যাপন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে । অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ ।

৩। সিনিয়র শাখা ব্যবস্থাপকঃ

  • পদ সংখ্যা ৫০টি ।
  • বয়স সর্বোচ্চ ৪০ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান/স্নাতক । ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
  • মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৪,০৫৯/- টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ) ।
  • এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে । অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ ।

৪ । সিনিয়র ফিল্ড অফিসারঃ

  • পদ সংখ্যা ১৫০টি ।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান । ঋণ কর্মসুচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
  • মাসিক বেতন সর্ব সাকুল্যে ৩২,৮৬০/-টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে ।

৫। ফিল্ড অফিসারঃ

  • পদ সংখ্যা ২০০টি।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ।
  • ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা । মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৭,৫২২/-টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ)।
  • এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে । যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন ।

৬। এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ

  • পদ সংখ্যা ৮০টি ।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম বিকম/বিবিএস । শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে ।
  • ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০/- টাকা । চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৩২২/-টাকা (মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ)।
  • এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে । যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন ।
  • এছাড়াও এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারগণ ন্যূনতম ৫০ জন এমই সদস্যের ঋণ কার্যক্রম পরিচালনা করলে ২,০০০/- টাকা থেকে ৫,০০০/- টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন । শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

৭ । শিক্ষানবিশ ফিল্ড অফিসারঃ

  • পদ সংখ্যা ১৫০টি ।
  • বয়স সর্বোচ্চ ৩২ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান ।
  • ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৬,০০০/- টাকা । মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৫,৫২২/-টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ) প্রাপ্য হবেন । এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে । শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

সকল পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে । উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে ।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে । সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে ।

বিঃদ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে ।

  • এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩,
  • সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd
  • অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৫০ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা “পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF)” এ নিয়োগ বিজ্ঞপ্তি। “ …