সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে আগামী ০৯/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড-২২১৬০৩) কোর্সের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। উল্লিখিত তারিখের অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কোর্সের (পত্র কোড-২২১৬০৩) পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে।
এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: Honours 2nd Year Exam Routine 2023
অনার্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত ২০২৩
কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনার্স ২য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য একটি বিষয়ের প্রশ্নপত্রে আজ ৫ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছিল । পরীক্ষা শুরুর প্রায় ৩০ মিনিট পর বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র তুলে নিয়ে পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
একারণে, অনার্স ২য় বর্ষ(২০১৯-২০) অনুষ্ঠিতব্য শুধুমাত্র ০৯/০১/২০২৩ইং তারিখের শুধুমাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের(২২১৬০৩) পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।