২০২৫ সালের মধ্যে আরও এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার বাধ্যকতা রয়েছে। ফেব্রুয়ারিতে নতুন সার্কুলার আসবে, জেলায় পরীক্ষা হচ্ছেনা, বিভাগ ভিত্তিক পরীক্ষা হবে। পদ সংখ্যা থাকবে কমপক্ষে ৫০ হাজার।
কোটার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, মন্ত্রণালয় পুর্বের সিদ্ধান্তই অটল আছে। ৬০% নারী, ২০% পোষ্য, মোটে ৮০% কোটা পুরনের পর অবশিষ্ট ২০% মেধার ভিতর আবার ২০% বিজ্ঞান কোটা। বিজ্ঞান বলতে যারা এসএসসি এইচএসসি অনার্স সব বিজ্ঞানে ছিল তারাই।
২০২৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ৫০ হাজার
এবারের নিয়োগে পোষ্য কোটায় যতজন ভাইবা দিয়েছে সবাইকে নিয়োগ দিয়েছে, নারী কোটায় প্রতি ৬ জন মেয়ে ভাইবা দিয়ে ৪ জন নিয়োগ পেয়েছে, আর পুরুষ মেধায় প্রতি ১০০ জন ভাইবা দিয়ে ৪ জন ছেলে নিয়োগ পেয়েছে।
সামনের নিয়োগে এভাবেই নিয়োগ দিবে।
গত বছর যখন পোষ্য-নারী কোটা বাতিল নিয়ে রীট হয়েছিল, প্রাথমিক শিক্ষক নেতারা স্কুল বাদ দিয়ে ঢাকায় মানববন্ধন করেছিল যাতে পোষ্য কোটা বহাল থাকে, আর আপনারা বেকায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তবু প্রতিবাদ করছেন না!!