ভর্তি পরীক্ষার ভাইভাতে যা যা প্রয়োজন এবং করণীয়

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট

সাক্ষাৎকারের জন্য যা লাগবে…(এটা শুধমাত্র এসএসসি ও সমমান মানবিক বিভাগ থেকে পাশ করেছে তাদের জন্য)

**ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
** এসএসসি ও এইচএসসির মূল মার্কশীট/গ্রেডশীট/সার্টিফিকেট  
** অনলাইনে যে সাবজেক্ট চয়েজ দিযেছেন ওটার প্রিন্ট কপি
** দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙ্গিন ছবি (প্রবেশপত্রে যে ছবি ব্যবহার করা হয়েছে)

বি: দ্র: মার্ককশীটগুলো সাক্ষাৎকারের সময় জমা নিয়ে নিবে…তাই পূর্বেই মার্কশীট/সার্টিফিকেট গুলো কমপক্ষে ১০ কপি করে ফটোকপি (সত্যায়িত) করে রাখবেন… ভর্তির সময় ওগুলো লাগবে।

বিজ্ঞান ইউনিট

সাক্ষাৎকারের জন্য যা লাগবে…

**ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
** এসএসসি ও এইচএসসির মূল মার্কশীট
** অনলাইনে যে সাবজেক্ট চয়েজ দিযেছেন ওটার প্রিন্ট কপি

বি: দ্র: মার্ককশীটগুলো সাক্ষাৎকারের সময় জমা নিয়ে নিবে…তাই পূর্বেই মার্কশীট গুলো কমপক্ষে ১০ কপি করে ফটোকপি করে রাখবেন… ভর্তির সময় ওগুলো লাগবে।

আরো বিস্তারিত জানতে http://7college.du.ac.bd/admission/

About Sydur Rahman Tanvir

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …