বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী/খালাসী পদের প্রশ্ন – ২০২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২২। পদের নাম: নিরাপত্তা প্রহরী / খালাশী। পূর্ণমান : ৭০, সময় ১ ঘন্টা।
নিরাপত্তা প্রহরী/খালাসী পদের প্রশ্ন সমাধান ২০২২
বিপরীত শব্দ লিখুন:
(ক) অপচয় (খ) আবশ্যিক (গ) সরস (ঘ) ভূত (ঙ) নৈসর্গিক
সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) পরীক্ষা (খ) ষড়যন্ত্র (গ) মতৈক্য (ঘ) মনীষা (ঙ) যদ্যপি
শুদ্ধ করে লিখুন:
(ক) জেষ্ঠ (খ) শসাঙ্ক (গ) মহিয়াখি (ঘ) ততধিক (ঙ) অঞ্জলী
Translate into English:
(ক) ছেলেটি ফুটবল খেলে। (খ) আমার একটি জামা আছে। (গ) এদিকে আসো। (ঘ) সূর্য পশ্চিম দিকে অন্ত
যায়। (ঙ) আমরা দেশকে ভালোবাসি।
৮ জন লোক একটি কাজ ১৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে হলে কতজন নতুন লোক
নিয়োগ করতে হবে?
বার্ষিক ১০% মুনাফায় ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত?
11. x-y=10 এবং xy= 30 হলে x – y এর মান কত?
১২ নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন:
(ক) স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত? (খ) হাড় ও দাঁত তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন?
(গ) কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? (ঘ) স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?
(ঙ) বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? (চ) বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
(ছ) বরিশালের পূর্ব নাম কি? (জ) বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কের নাম কি?
(ঝ) ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির লেখকের নাম কি? (ঞ) ‘শেষের কবিতা’ কার লেখা?