জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কলেজের তালিকা – NU ICT College List. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) শ্রেণিতে এক বছর মেয়াদী আইসিটি কোর্স (ঐচ্ছিক) সারা বাংলাদেশে মোট ৭টি কলেজে চালু আছে।
আরও পড়ুন:
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সিলেবাস ২০২২
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভর্তি ২০২২
- আইসিটিসহ ১২টি বিষয়ে কোর্স চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
কলেজভিত্তিক আইসিটি ভর্তির নোটিশ 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কলেজের তালিকা
- ১। রাজশাহী কলেজ, রাজশাহী।
- ২। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
- ৩। সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা।
- ৪। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল।
- ৫। মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট।
- ৬। টংগী সরকারি কলেজ, গাজীপুর।
- ৭। কারমাইকেল কলেজ, রংপুর।