জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পিরোজপুর মৌখিক পরীক্ষার তারিখঃ ১৩-১১-২০২২ তারিখ থেকে ১৬-১১-২০২২ তারিখ পর্যন্ত। পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ০৪টি পদের (পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, আয়া) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ( মেধাক্রম অনুযায়ী নয়) নিম্ন বর্নিত তারিখ ও সময় অনুযায়ী জেলা প্রশাসক, পিরোজপুর মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে ।
আরও পড়ুন:
- পরিবার পরিকল্পনা ভাইভা প্রস্তুতি ২০২২
- All District Family Planning Admit Card and Exam Date
- Family planning question solution 2022 – pdf download now
- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০২২
পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২ – dgfppir Viva
বিশেষ দ্রষ্টব্যঃ- মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থদেরকে ভাইবাবোর্ডে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌর মেয়র / ইউনয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকল্পের সনদ, চারিত্রিক সনদ, পরিবার কল্যাণ সহকারীদের/পরিবার পরিকল্পনা পরিদর্শক নিদৃষ্ট ওয়ার্ডের/ ইউনিটের বাসিন্দার স্বপক্ষে পৌর মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র / কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের ছায়া লিপি অবশ্যই উপস্থাপন করতে হবে।